জামিন অযোগ্য পরোয়ানা জারি করা হল ধোনির বিরুদ্ধে

বিজ্ঞাপনে অংশ নিয়ে মহেন্দ্র সিং ধোনি বিতর্কে জড়িয়েছিলেন ২০১৩ সালে। এবার তার বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি করল আদালত। অন্ধ্রপ্রদেশের অনন্তপুর আদালত ২৫ ফেব্রুয়ারি ধোনিকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে।

Updated By: Jan 8, 2016, 06:38 PM IST
জামিন অযোগ্য পরোয়ানা জারি করা হল ধোনির বিরুদ্ধে

ওয়েব ডেস্ক: বিজ্ঞাপনে অংশ নিয়ে মহেন্দ্র সিং ধোনি বিতর্কে জড়িয়েছিলেন ২০১৩ সালে। এবার তার বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি করল আদালত। অন্ধ্রপ্রদেশের অনন্তপুর আদালত ২৫ ফেব্রুয়ারি ধোনিকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে। ভারতের একদিনের ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক এই মূহুর্তে অস্ট্রেলিয়ায় খেলতে ব্যস্ত। ২০১৩ সালে একটি বিজনেস ম্যাগাজিনের কভার পেজে এক হিন্দু দেবতার অবয়ব দিয়ে ধোনির ছবি ছাপা হয়। একজন সমাজসেবী জয়কুমার হিরেমত ওই ম্যাগাজিনের এডিটর ও ধোনির বিরুদ্ধে মামলা করেন।

এই মামলার প্রেক্ষিতে হাইকোর্ট জানায়, 'এই সব তারকারা কেবলমাত্র প্যসা রোজগার করার জন্য বিজ্ঞাপন বানিয়ে থাকেন। তাঁরা শুধুই চুক্তি সই করেন।' 

.