ধোনির অবসর প্রসঙ্গে যা জানাল সিএসকে

বিশ্বকাপ সেমি ফাইনালের পর আরও কোনও প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেলেননি মাহি।

Updated By: Nov 27, 2019, 12:40 PM IST
ধোনির অবসর প্রসঙ্গে যা জানাল সিএসকে

নিজস্ব প্রতিবেদন : ভারতীয় ক্রিকেটে এখন সব থেকে বড় প্রশ্ন, এম এস ধোনি কবে জাতীয় দলের জার্সিতে ফিরছেন! টিম ইন্ডিয়ার হেড কোচ রবি শাস্ত্রী একটা বিষয় স্পষ্ট করে দিয়েছেন, ২০২০ সালের আইপিএল ঠিক করে দেবে ধোনির আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যৎ।  ধোনির আইপিএল দল চেন্নাই  সূত্রে খবর, ২০২০ সালের আইপিএলই ধোনির শেষ নয়। ২০২১ সালেও আইপিএলে নাকি খেলবেন মাহি!

আরও পড়ুন - আন্তর্জাতিক ক্রিকেটে ধোনির ভবিষ্যৎ কোন পথে? স্পষ্ট করলেন শাস্ত্রী

ইংল্যান্ডে বিশ্বকাপের সেমি ফাইনালে তাঁকে শেষবার নীল জার্সিতে দেখা গিয়েছে। তার পর থেকে ছুটিতেই রয়েছেন মহেন্দ্র সিং ধোনি। সেনার ডিউটিতে ছিলেন। সেখান থেকে ফিরে রাঁচিতেই রয়েছেন ধোনি। নিজেকে ফিট রাখার জন্য যা যা করা প্রয়োজন করছেন। কিন্তু ক্রিকেটে ফিরছেন না। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ খেলে ফেলল ভারতীয় দল। কিন্তু ধোনি খেললেন না। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনটি ওয়ান ডে ও তিনটি টি-২০ সিরিজ খেলবেন কোহলিরা। ধোনি সেই সিরিজেও নেই। তা হলে ধোনি ফিরছেন কবে! বিশ্বকাপ সেমি ফাইনালের পর আরও কোনও প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেলেননি মাহি।

আরও পড়ুন - ভারত সফরে নেই ক্রিস গেইল?

এদিকে রবি শাস্ত্রী জানিয়ে দিয়েছেন, ধোনি আইপিএলে কেমন খেলে তার ওপর অনেক কিছু নির্ভর করছে। অর্থাত্ ২০২০ সালের আইপিএলে ধোনির পারফরম্যান্সের ওপরই নির্ভর করছে আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে তাঁর জায়গা হবে কিনা। ভারতীয় ক্রিকেটে ধোনির ভবিষ্যত্ নিয়ে যখন জল্পনা চলছে তখন তাঁর আইপিএল ফ্র্যাঞ্চাইজি দলধোনিভক্তদের সুখবর শোনাচ্ছেন! ২০২০ সালের আইপিএল-ই মাহির শেষ আইপিএল নয়। সূত্রের খবর, প্রাক্তন ভারত অধিনায়ক নাকি তাঁর ফ্র্যাঞ্চাইজি মালিকদের জানিয়ে দিয়েছেন যে ২০২১ সালের আইপিএলেও তিনি খেলবেন। 

Tags:
.