বুট নেই ইরান ফুটবলারদের!

বিশ্বকাপ শুরু হয়ে গেছে অথচ দলের ফুটবলারদের বুটই নেই?

Updated By: Jun 14, 2018, 09:17 PM IST
বুট নেই ইরান ফুটবলারদের!

নিজস্ব প্রতিবেদন: আমেরিকার নিষেধাজ্ঞায় বিপাকে ইরান। বিশ্বকাপ শুরু হয়ে গেলেও বুট নেই ইরান ফুটবলারদের। কার্যত বুট জোগাড় করে বিশ্বকাপে নামতে হচ্ছে ইরানের ফুটবলারদের।

আরও পড়ুন- 'চুরি' গেল ব্রাজিলের প্রথম একাদশ

বিশ্বকাপ শুরু হয়ে গেছে অথচ দলের ফুটবলারদের বুটই নেই? হ্যাঁ একদম ঠিক কথা। ইরানের ফুটবলারদের এমনই দশা। আমেরিকার নিষেধাজ্ঞা রয়েছে তাই একটি আন্তর্জাতিক  জুতো প্রস্তুতকারক সংস্থার সঙ্গে চুক্তি থাকলেও তারা ফুটবলারদের বুট দিতে পারবে না। এমনটা জানিয়ে দেওয়ার পরই ইরানের ফুটবল দল পড়েছে বিপাকে। কারণ শুক্রবারই মরক্কোর বিরুদ্ধে ম্যাচ। বাধ্য হয়ে ফুটবলাররা রাশিয়া থেকে কিছু বুট কিনেছেন। কেউ আবার তাদের বিদেশি ক্লাবের ফুটবলারদের কাছে থেকে বুট জোগাড় করেছেন। ইরান  কোচ কার্লোস কুইরোজ অবশ্য এই বিষয়টিকে শাপে বর হওয়ার মতন ঘটনা বলে মনে করছেন। তাঁর মতে এতে জেদ বেড়ে যাবে ছেলেদের। আর তাতেই বিশ্বকাপে ভাল ফল করবে ইরান।

আরও পড়ুন- বিপ্লবের দেশে বন্দুকের নলে বিশ্বকাপ!

.