Neymar Jr: জেলের গারদে নেইমারের বাবা, বিপাকে ব্রাজিলের 'পোস্টার বয়'! কিন্তু কেন?
সম্প্রতি অন্তঃসত্ত্বা প্রেমিকার সঙ্গে বিশ্বাসঘাতকতার অভিযোগ ওঠে নেইমারের বিরুদ্ধে। অন্য এক মহিলার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। এনিয়ে সোশ্যাল মিডিয়ায় খোলা চিঠি লিখে প্রেমিকার কাছে ক্ষমা চান নেইমার।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ডিজিটাল প্ল্যাটফর্মের ইনফ্লুয়েন্সার ফের্নান্দো কাম্পোসের (Fernanda Campos) সঙ্গে পরকিয়া করে, সন্তানসম্ভবা প্রেমিকা ব্রুনা বায়ানকার্ডির (Bruna Biancardi) সঙ্গে ঝামেলা চলছিল। ক্ষমা চেয়ে ইনস্টাগ্রামে লম্বা পোস্ট করেছিলেন নেইমার জুনিয়র (Neymar Jr)। সেই বিপদ এখনও কাটেনি। এবার আরও বিপদে জড়ালেন ব্রাজিলের (Brazil) তারকা স্ট্রাইকার ও তাঁর বাবা নেইমার সিনিয়র (Neymar Santos Sr)। পরিবেশ আইন লঙ্ঘনের (Environmental Crime) অভিযোগ উঠল ব্রাজিলের 'পোস্টার বয়'-এর বিরুদ্ধে। রিও দি জেনেইরোতে তাঁর নির্মীয়মাণ প্রাসাদ তৈরির কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। শোনা যাচ্ছে ঘটনায় গ্রেফতার করা হয়েছে নেইমারের বাবা নেইমার ডি সিলভা স্যান্টোসকে। শুধু তাই নয়, আইন ভাঙার জন্য বিরাট অঙ্কের জরিমানার মুখে পড়তে চলেছেন পিএসজি স্ট্রাইকারও।
রিও দি জেনেইরোর মেয়রের অফিসের তরফে জানানো হয়েছে, নেইমারের নির্মীয়মাণ প্রাসাদটি শহর থেকে ১৩০ কিলোমিটার দূরে। এই বিলাসবহুল অট্টালিকা তৈরি করতে গিয়ে পরিবেশ আইন লঙ্ঘন করা হয়েছে বলে অভিযোগ। এক নয়, উঠে এসেছে একাধিক অভিযোগ। যেমন- প্রশাসনের অনুমতি ছাড়া ওই প্রাসাদ নির্মাণে নদীর জল ব্যবহার করা হয়েছে। জলের পথ পরিবর্তনও করা হয়েছে। পাশাপাশি অনুমতি ছাড়া সৈকতের বালি কাজে লাগানো হয়েছে প্রাসাদ তৈরিতে। সরানো হয়েছে পাথরও।
আইন ভঙ্গ করে এবং পরিবেশ পর্যবেক্ষণ কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে বিলাসবহুল ওই প্রাসাদ বানানোয় প্রথমে নেইমার এবং তাঁর বাবাকে আইনি নোটিস পাঠানো হয়। এরপর নেইমারের বাবাকে গ্রেফতার করা হয়। তদন্তে তারকা ফুটবলার ও তাঁর বাবার দোষ প্রমাণিত হলে প্রায় এক মিলিয়ন মার্কিন ডলার জরিমানা করা হতে পারে। ২০১৬ সালে প্রায় ১০ হাজার স্কয়্যার মিটারের জায়গাটি কিনেছিলেন নেইমার।