পদত্যাগ করেছেন Zinedine Zidane! ক্লাবের প্রাক্তন আরেক মহাতারকাই নিতে পারেন Real Madrid র দায়িত্ব

ফরাসি জাদুকরের রিয়ালের দিন ফুরিয়ে গিয়েছে। এমনটাই মনে করা হচ্ছে। 

Updated By: May 27, 2021, 04:10 PM IST
পদত্যাগ করেছেন Zinedine Zidane! ক্লাবের প্রাক্তন আরেক মহাতারকাই নিতে পারেন Real Madrid র দায়িত্ব

নিজস্ব প্রতিবেদন: রিয়াল মাদ্রিদের (Real Madrid) কোচের পদ থেকে নাকি ইস্তফা দিয়েছেন জিনেদিন জিদান (Zinedine Zidane)! স্প্যানিশ মিডিয়ার একাংশের খবর এমনটাই। তিন বছরে দ্বিতীয়বারের জন্য কোচ হিসাবে এসে ক্লাবের প্রাক্তন কিংবদন্তি ফুটবলার সেভাবে সাফল্যের মুখ দেখেননি। এমনকী লা লিগাতেও দ্বিতীয় স্থানে শেষ করতে হয়েছে। কোচ হিসাবে রিয়ালকে এক ডজন ট্রফি (তিনবার ব্যাক-টু-ব্যাক চ্যাম্পিয়ন্স লিগ জেতানোর বিরল নজির) দেওয়া ফরাসি জাদুকরের রিয়ালের দিন ফুরিয়ে গিয়েছে। এমনটাই মনে করা হচ্ছে। জিজু তাঁর সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন ক্লাবকে।

আরও পড়ুন: Athiya Shetty নয়! সূর্যাস্তের পর অন্য নায়িকাকে ফোনে চাইছেন KL Rahul! প্রকাশ্যে রহস্যময় স্ক্রিনশট

জিদানের পরিবর্ত হিসাবে রিয়ালের মাথায় রয়েছে বেশ কয়েকটি নাম। তাঁর মধ্যে সবার আগে রয়েছেন রাউল গঞ্জালেজ (Raul Gonzalez)। রিয়ালের জার্সিতে এক সময়ে স্বপ্নের ফুটবল খেলা রাউল এখন রিয়ালের যুব দল সামলাচ্ছেন। কোচ হওয়ার দৌড়ে রাউলই এগিয়ে রয়েছেন। এছাড়াও কোচের তালিকায় রয়েছেন ম্যাসিমিলিয়ানো আলেগ্রি ও অ্যান্তোনিও কোন্তে। ৫৩ বছরের ইতালীয় প্রশিক্ষক আলেগ্রি মিলান এবং জুভেন্তাসের মতো দলকে সামলেছেন। অন্যদিকে কোন্তে সেরি আ জেতানোর পরেই ইন্টার মিলানের দায়িত্ব ছেড়ে দিয়েছেন। কোন্তে জুভেন্তাস, চেলসি ও নিজের দেশের কোচ হিসাবেও দুর্দান্ত কাজ করেছেন। এখন দেখার রিয়ালের কোচ হিসাবে জিদানের জুতোয় কে পা গলাতে চলেছেন!

.