পাঁচ শূন্যতেও কিউইদের বেগ দিল স্কটিশরা

Updated By: Feb 17, 2015, 03:07 PM IST

স্কটল্যান্ড ১৪২ (৩৬.২ ওভার)
নিউজিল্যান্ড ১৪৬/৭ (২৪.৫ ওভার)
ম্যাচের সেরা-ট্রেন্ট বোল্ট

ওয়েব ডেস্ক: চলতি বিশ্বকাপে তথাকথিত ছোট দলগুলির চমক দেওয়া অব্যাহত থাকল। দক্ষিণ আফ্রিকাকে জিম্বাবোয়ে বিপদে ফেলেছিল, আয়ারল্যান্ড হারিয়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে, আর এবার আয়োজক দেশকে বিপদে ফেলল স্কটল্যান্ড। মঙ্গলবার ডুনেডিনে স্কটল্যান্ডের বিরুদ্ধে মাত্র ১৪২ রান তাড়া করতে নেমে সাত উইকেট হারিয়ে কষ্টার্জিত জয় পেল নিউজিল্যান্ড। চলতি বিশ্বকাপে ফেভারিট কিউইদের ব্যাটিং বিপর্যয় ছোট দলগুলির কৃতিত্বকে ফের প্রতিষ্ঠিত করে দিল। যদিও এই ম্যাচে স্কটল্যান্ডের পাঁচজন ব্যাটসম্যান শূন্য রান করেন।

 

মাত্র ১২ রানের মধ্যেই চারজন স্কটিশ ব্যাটসম্যান প্যাভিলিয়নে ফিরে গিয়েছিলেন। শেষ অবধি ম্যাট মাচান (৫৬), রিচি বেরিংটন (৫০)-এর ইনিংসের জন্য বড় লজ্জার মুখে পড়তে হয়নি স্কটিশদের। টিম সাউদি (২/৩৫), ট্রেন্ট বোল্ট (২/২১) এর পাশাপাশি দারণ বল করেন ভিট্টোরি (৩/২৪), কোরি অ্যান্ডারসন (৩/১৮)।

রান তাড়া করতে নেমে নিউজিল্যান্ড কখন সেভাবে দারুণ চাপে না থাকলেও ঘনঘন উইকেট খুইয়ে বিপদ ডেকে আনে। শেষ অবধি অবশ্য কোনও রকম জয়ে আসে। নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান করেন কেন উইলিয়ামসন ( ৩৮)।

পরপর দুটি ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালের দিকে ধীরে ধীরে পা বাড়াচ্ছে নিউজিল্যান্ড। আগামী শুক্রবার ওয়েলিংটনে ইংল্যান্ডকে হারাতে পারলে ম্যাককুলামের দলের নক আউট রাউন্ড কার্যত নিশ্চিত হয়ে যাবে।  

.