অস্ট্রেলিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে কিউইরা

অস্ট্রেলিয়ায় ১৫১/১০। নিউজল্যান্ড ১৫২/৯।

Updated By: Feb 28, 2015, 07:28 PM IST
অস্ট্রেলিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে  কিউইরা

ওয়েব ডেস্ক:অস্ট্রেলিয়ায় ১৫১/১০। নিউজল্যান্ড ১৫২/৯।

আগে থেকেই জানা ছিল রোমাঞ্চকর ম্যাচ হবে। হলও তাই। টানটান উত্তেজনার ম্যাচে অস্ট্রেলিয়াকে ১ উইকেটে হারিয়ে দিল নিউজিল্যান্ড।

ফলে প্রথম দল হিসাবে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌছলেন কিউইরা। এদিন টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা দুরন্ত করে অস্ট্রেলিয়া। ক্যাঙ্গারুদের খেলা দেখে মনে হচ্ছিল বড় রানের দিকে এগোচ্ছেন তাঁরা। কিন্তু ট্রেন্ট বোল্টের আগুন ঝড়ানো বোলিংয়ের সামনে কার্যত আত্মসমর্পণ করেন ওয়ার্নার, ফিঞ্চরা। ২৩ ওভারে মাত্র ১৫২ রান করে গুটিয়ে যায় ব্যাগি গ্রিনদের ইনিংস।

৫টি উইকেট নেন বোল্ট। এটাই তাঁর কেরিয়ারে সেরা পারফরম্যান্স। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন ব্র্যাড হ্যাডিন। জয়ের জন্য ১৫৩  রান তাড়া করার লক্ষ্যে শুরুটা দারুন করেছিল নিউজিল্যান্ড। হাতে চোট থাকা সত্বেও মাত্র ২৪ বলে ৫০ রান করেন অধিনায়ক ব্রেনডন ম্যাককালাম। কিন্তু তাঁর আউট হওয়ার পরই তাশের ঘরের মতো ভেঙে পড়ে কিউই ব্যাটিং লাইনআপ।

মিচেল স্টার্কের দুরন্ত বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারছিলেন না রস টেলাররা। কিন্তু উইকেটের আরেক দিক ধরে রাখেন কেন উইলিয়ামস। অবশেষে ছয় মেরে বিশ্বকাপে দলকে চতুর্থ জয় এনে দেন তিনি।

ম্যাচের সেরা হয়েছেন ট্রেন্ট বোল্ট।

.