বৃহস্পতিবার সকালেই শহরে চলে এলেন মোহনবাগানের নতুন স্প্যানিশ কোচ
ভিকুনার সঙ্গেই এলেন সহকারি থমাস চর্জ।
নিজস্ব প্রতিবেদন : লক্ষ্মীবার সকালেই কলকাতায় চলে এলেন মোহনবাগানের নতুন কোচ কিবু ভিকুনা। এদিন দমদম বিমানবন্দরে স্প্যানিশ কোচকে স্বাগত জানাতে ভিড় জমান শয়ে শয়ে সবুজ-মেরুন সমর্থকরা। ভিকুনার সঙ্গেই এলেন সহকারি থমাস চর্জ। তবে বিমানবন্দরে এতো সংখ্যক সমর্থকদের দেখে কিছুটা হলেও অবাক হয়ে যান স্প্যানিশ কোচ এবং তাঁর সরকারি।
The coach is here. We are all set to cheer for the club one more time. Lets see what coach has said in his first official interaction with MBAC TV. https://t.co/ZXpQ9VogeP#JoyMohunBagan
— Mohun Bagan (@Mohun_Bagan) June 27, 2019
শহরে পা দিয়েই বাগানের নতুন কোচ জানান, " আমার খুব ভালো লাগছে কলকাতায় এসে। মোহনবাগানের দায়িত্ব নিয়ে আমি খুব খুশি। দল নিয়ে আমি সন্তুষ্ট। এই দল নিয়ে ভালো ফল আশা করা যেতেই পারে! ভিডিও কনফারেন্সের মাধ্যমে আগেই মোহনবাগান মাঠ দেখেছি। মাঠ দেখেও আমার বেশ পছন্দ হয়েছে ..."
আরও পড়ুন - ICC World Cup 2019: ইংল্যান্ডকে সরিয়ে আইসিসি ওডিআই র্যাঙ্কিংয়ে শীর্ষে টিম ইন্ডিয়া
সোমবার পয়লা জুলাই থেকেই নতুন কোচের তত্বাবধানে নতুন মরশুমে অনুশীলন শুরু করবে মোহনবাগান।