আমিরকে কটুক্তি করায় নিউজিল্যান্ড ক্ষমা চাইল পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে

এর আগে হাসিম আমলাকে ধারাভাষ্য দেওয়ার সময় জঙ্গি বলে বেজায় বিপদে পড়েছিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ডিন জোন্স। পরে বিতর্কে জড়িয়েছেন নভজ্যোত্‍ সিং সিধুও। এবারও বিতর্ক। তবে, জড়ালেন না কোনও ধারাভাষ্যকার।

Updated By: Jan 27, 2016, 08:04 PM IST
আমিরকে কটুক্তি করায় নিউজিল্যান্ড ক্ষমা চাইল পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে

ওয়েব ডেস্ক: এর আগে হাসিম আমলাকে ধারাভাষ্য দেওয়ার সময় জঙ্গি বলে বেজায় বিপদে পড়েছিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ডিন জোন্স। পরে বিতর্কে জড়িয়েছেন নভজ্যোত্‍ সিং সিধুও। এবারও বিতর্ক। তবে, জড়ালেন না কোনও ধারাভাষ্যকার।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি২০ ম্যাচে খেলছিলেন পাক বোলার মহম্মদ আমির। তিনি স্পট ফিক্সিয়ের সব শাস্তি কাটিয়ে এই প্রথম আন্তর্জিতক ক্রিকেটের মূল স্রোতে ফিরলেন। আমির মাঠে নামার সময় তাঁকে কটুক্তি করেন স্টেডিয়ামের এক ঘোষক। এই ঘটনায় বেশ খেপেছে পিসিবি। তারা যেখানে শাস্তি শেষ হওয়ার পর আমিরকে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সুযোগ করে দিয়েছেন, সেখানে নিউজিল্যান্ডের স্টেডিয়ামের এক ঘোষক কীভাবে আমিরকে কটুক্তি করতে পারেন! নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড অবশ্য ওই ঘোষক অর্থাত্‍ মার্ক ম্যাকলয়েডকে দিয়ে ক্ষমা চাইয়ে নিয়েছে এমন কাজ করার জন্য।

 

.