যুবরাজের রেকর্ড ভাঙতে ভাঙতে বেঁচে গেল

কোনও রকমে রক্ষা পেল আন্তর্জাতিক টি টোয়েন্টিতে যুবরাজ সিংয়ের রেকর্ড। ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০-তে যুবি ১২ বলে অর্ধশতারন করার যে নজির গড়েছেন, সেটা অল্পের জন্য ভাঙতে পারলেন না কিউই ব্যাটম্যান কলিন মুনরো। রবিবার অকল্যান্ডে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে ঝড় তোলেন গুপ্তিল আর মুনরো। মুনরো ১৪ বলে অর্ধশতরান পূর্ণ করেন, আর গুপ্তিল ৫০ রানে পৌঁছন মাত্র ১৯ বলে।

Updated By: Jan 10, 2016, 12:01 PM IST
যুবরাজের রেকর্ড ভাঙতে ভাঙতে বেঁচে গেল

ওয়েব ডেস্ক: কোনও রকমে রক্ষা পেল আন্তর্জাতিক টি টোয়েন্টিতে যুবরাজ সিংয়ের রেকর্ড। ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০-তে যুবি ১২ বলে অর্ধশতারন করার যে নজির গড়েছেন, সেটা অল্পের জন্য ভাঙতে পারলেন না কিউই ব্যাটম্যান কলিন মুনরো। রবিবার অকল্যান্ডে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে ঝড় তোলেন গুপ্তিল আর মুনরো। মুনরো ১৪ বলে অর্ধশতরান পূর্ণ করেন, আর গুপ্তিল ৫০ রানে পৌঁছন মাত্র ১৯ বলে।

২০ ওভারে করা শ্রীলঙ্কার ১৪২ রান মাত্র ১০ ওভারেই তুলে নেয় নিউজিল্যান্ড। মুনরো ৭টা ওভার বাউন্ডারি হাঁকান, সেখানে মারেন মাত্র একটা বাউন্ডারি। গুপ্তিল মারেন ৫টা ছক্কা। ব্র্যান্ডন ম্যাকালাম অবসর নেওয়ার পর ২৮ বছরের বাঁহাতি ব্যাটসম্যান মুনরোর ওপরই টি২০তে বিস্ফোরণের অপেক্ষায় আছে নিউজিল্যান্ড।  

২০০৭ টি টোয়েন্টি বিশ্বকাপে ডারবানে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে যুবি ১২ বলে অর্ধশতরান করেছিলেন। টি২০-তে সেটাই সবচেয়ে কম বলে অর্ধশতরান করার বিশ্বরেকর্ড। সেই ম্যাচেই স্টুয়ার্ট ব্রডের ওভারে ৬ বলে ৬টা ছক্কা হাঁকিয়েছিলেন যুবি।

.