রোহিতকে আউট করতে নিজের সেরা বলটাই করতে হয়েছে, বললেন লিঁও

রোহিতের আউট হওয়ার ধরন দেখে একেবারেই খুশি নন সুনীল গাভাসকার

Updated By: Jan 16, 2021, 06:34 PM IST
রোহিতকে আউট করতে নিজের সেরা বলটাই করতে হয়েছে, বললেন লিঁও

নিজস্ব প্রতিবেদন: রোহিত শর্মাকে আউট করে উচ্ছ্বসিত নাথান লিঁও। এদিকে ওই আউট নিয়ে রোহিতকে সমালোচনা করলেন সুনীল গাভাসকার।  

রোহিতকে (rohit sharma) আউট করার জন্য নিজের সেরা বল করতে হয়েছে বলে মন্তব্য করলেন নাথান লিঁও (nathan lyon)। টেস্টে এখনও পর্যন্ত মোট ৬ বার রোহিতকে আউট করেছেন লিঁও। অন্য কোনো বোলারই এখনও পর্যন্ত রোহিতকে আউট করতে পারেননি। ব্রিসবেনে ফের একবার রোহিতকে আউট করে তাই তিনি অত্যন্ত তৃপ্ত বলেই জানালেন অজি অফস্পিনার। 

যদিও রোহিতের (rohit sharma) আউট হওয়ার ধরন দেখে একেবারেই খুশি নন ভারতের প্রাক্তন কিংবদন্তি ব্যাটসম্যান সুনীল গাভাসকার (sunil gavaskar)। রোহিতকে 'দায়িত্বজ্ঞনহীন' বলে মন্তব্য করেন তিনি। লিঁও (nathan lyon) নিজে অবশ্য তা মনে করেন না। তিনি বলেন, 'রোহিত বিশ্বমানের ক্রিকেটার, ওকে আউট করা সহজ নয়। ওকে আউট করার জন্য সেরা বলটাই করতে হয়েছে।'

ব্রিসবেনে শততম টেস্ট খেলতে নেমেছিলেন লিঁও। তবে কোভিড প্রোটোকলের জন্য কোনও রকম উৎসব হচ্ছে না বলেই জানালেন তিনি। লিঁও বলেন, 'বায়ো বাবলে থাকতে না হলে বন্ধুবান্ধব ও বাবা-মাকে নিয়ে বাইরে খেতে যেতাম।'

Also Read: পিচ কিউরেটর থেকে শততম টেস্টের দোড়গোড়ায় Nathan Lyon

.