IND vs PAK | ICC World Cup 2023: ঘরের মাঠে বিশ্বযুদ্ধ, 'মাদার অফ অল ব্যাটল' হবে এই ভেন্যুতেই! চলে এল আপডেট

Narendra Modi Stadium Likely To Host India-Pakistan ODI World Cup 2023 Match: ভারত-পাকিস্তান মহারণ হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। মোটামুটি এমনটাই জানা যাচ্ছে আপাতত। যদিও আইপিএল শেষ হলেই বিশ্বকাপের সূচি আসবে সামনে।

Updated By: May 5, 2023, 03:32 PM IST
IND vs PAK | ICC World Cup 2023: ঘরের মাঠে বিশ্বযুদ্ধ, 'মাদার অফ অল ব্যাটল' হবে এই ভেন্যুতেই! চলে এল আপডেট
ভারত-পাকিস্তান ম্যাচের ভেন্যু জানা গেল

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলতি বছর ঘরের মাঠে বিশ্বযুদ্ধ। পুরুষদের ৫০ ওভারের বিশ্বকাপ  (ICC World Cup 2023) অনুষ্ঠিত হবে ভারতে। ১০ দলের মেগাইভেন্ট চলবে অক্টোবর-নভেম্বর মাস জুড়ে। ক্রিকেট ইতিহাসে এই প্রথমবার পুরো বিশ্বকাপটাই অনুষ্ঠিত হবে ভারতে। বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবে ভারতই পেয়েছে গুরুদায়িত্ব। মোট ১৩টি শহর মাতবে বিশ্বকাপ জ্বরে। তবে বিশ্বকাপে সকলের নজর ভারত-পাকিস্তান (India vs Pakistan) ম্যাচের দিকে। এক সর্বভারতীয়  সংবাদমাধ্যমের রিপোর্ট বলছে যে, আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামেই (Narendra Modi Stadium) হবে ভারত-পাক মহারণ।

আরও পড়ুন: Virat Kohli: জরিমানা ১.০৭ কোটি! কোহলিকে দিতে হবে না একটি টাকাও, দিচ্ছে কে?

ভারতীয় ক্রিকেট বোর্ড মোটামুটি ভেন্যু চূড়ান্ত করে ফেলেছে বলেই খবর। যদিও এই বিষয়ে এখনও কোনও সরকারি সিদ্ধান্ত আসেনি। দেশের প্রধানমন্ত্রীর নামাঙ্কিত মাঠ এখন বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম। ১ লক্ষ ৩০ হাজার দর্শক একসঙ্গে বসে ম্যাচ দেখতে পারেন এখানে। টুর্নামেন্টের সবচেয়ে হাইপ্রোফাইল ম্যাচ এখানেই যে হবে, তা একপ্রকার বলে দেওয়া যায়। সাম্প্রতিক ইতিহাস বলছে এই স্টেডিয়ামই ভারতে অনুষ্ঠিত হেভিওয়েট ম্যাচগুলি আয়োজন করে। চলতি আইপিএল শেষ হলেই বিসিসিআই বিশ্বকাপের সূচি প্রকাশ করবে। তখনই জানা যাবে যে ভারত-পাক ম্যাচ কবে এবং কোথায়। ৫ অক্টোবর থেকে বিশ্বকাপ শুরু হবে বলেই জানা যাচ্ছে। নাগপুর, বেঙ্গালুরু, তিরুঅনন্তপুরম, মুম্বই, দিল্লি, লখনউ, গুয়াহাটি, হায়দরাবাদ, কলকাতা, রাজকোট, ইন্দোর, বেঙ্গালুরু ও ধরমশালাতেই হবে বিশ্বকাপ। এমনকী প্র্যাক্টিস সূচিতেও রয়েছে এই শহরগুলি। অন্যদিকে পাকিস্তান জানিয়েছে যে, তারা নিরাপত্তাজনিত কারণে চেন্নাই, বেঙ্গালুরু ও কলকাতাতেই খেলতে চেয়েছে।

এই প্রথমবার এককভাবে বিশ্বকাপ ক্রিকেটের আয়োজন করবে ভারত। এর আগে তিনবার বিশ্বকাপের আসর বসেছে ভারতে। কিন্তু প্রতিবারই ভারতের সঙ্গে উপমহাদেশের কোনও দেশ আয়োজক হিসেবে ছিল। ১৯৮৭ সালে ভারত ও পাকিস্তান যুগ্মভাবে বিশ্বকাপের আয়োজন করেছিল। ১৯৯৬ সালে ভারত-পাকিস্তান-শ্রীলঙ্কা বিশ্বকাপের আয়োজন করে। আর ২০১১ সালে ভারত-শ্রীলঙ্কা-বাংলাদেশে বসে বিশ্বকাপের আসর। এবার একক ভাবে চলতি বছর বিশ্বকাপ আয়োজন করতে চলেছে ভারত।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.