নানির মার্শাল আর্টে মুগ্ধ হাজার হাজার সমর্থক!

ওয়েব ডেস্ক: সুখের সময় পর্তুগালের ফুটবলার নানির। আর সেটাই তো খুব স্বাভাবিক। তাঁর দেশ এবার প্রথমবার ইউরো কাপ জিতেছে। আর সেই জয়ে তাঁর নিজেরও অবদান ছিল অনেকটাই। ইউরো কাপ জয়ের পরেও দারুণ মুডে তিনি। তাঁর নতুন ক্লাব ভ্যালেন্সিয়ার সমর্থকদের সামনে নানিকে পাওয়া গেল একদম ভিন্ন মুডে।

আরও পড়ুন সানিয়া আপনার মারা, গালে এই থাপ্পড়টা চিরকাল মনে রাখব

মিউজিকের তালে তালে প্রায় বারো হাজার ভ্যালেন্সিয়ার সমর্থকদের সামনে নানি প্রদর্শন করলেন ক্যাপোইরা নামে ব্রাজিলিয়ান মার্শাল আর্ট। আর সেটা দেশে আপ্লুত নানির ভক্তরা। তাঁদের নায়ক ফুটবল ছাড়া অন্য অনেক কিছুতেই যে পারদর্শী, সেটা হাড়ে হাড়ে টের পেলেন নানিভক্তরা।

আরও পড়ুন  সলমন এবং আমির খানকে সুশীল সমাজের গুরুত্বপূর্ণ প্রশ্ন

 

English Title: 
nanis martial art at valencia
News Source: 
Home Title: 

নানির মার্শাল আর্টে মুগ্ধ হাজার হাজার সমর্থক!

নানির মার্শাল আর্টে মুগ্ধ হাজার হাজার সমর্থক!
Yes
Is Blog?: 
No
Section: