নাগপুরের নাগপাশে ৭৯ রানে গুঁটিয়ে গেল দক্ষিণ আফ্রিকা

নাগপুরের পিচের সৌজন্যে লজ্জার রেকর্ড দক্ষিণ আফ্রিকার। অল আউট মাত্র ৭৯ রানে। ভারতের বিরুদ্ধে টেস্টে দ.আফ্রিকার এটাই সবচেয়ে কম রানের ইনিংস।  মাত্র ৩৩ ওভারেই প্রথম ইনিংস শেষ হয়ে গেল হাসিম আমলার দলের। প্রথম ইনিংসে ভারত লিড নিল ১৩৬ রানের। ম্যাচ কত দিন গড়ায় সেটাই এখন বড় প্রশ্ন। নাগপুরেই যে ভারত সিরিজ জিতে নিচ্ছে তা নিয়ে কোনও সংশয় নিয়ে। দ্বিতীয় ইনিংসে অন্তত ১৫০ রান তুলতে পারলেও পিচ যা আচরণ করছে তাতে অশ্বিন-জাদেজা-মিশ্রদের ঘুর্ণিতে সিরিজ পকেটে নিশ্চিত। আজ ম্যাচের দ্বিতীয় দিনে ২৩ ওভারের মধ্যেই শেষ হয়ে গেল প্রোটিয়াদের ইনিংস। অশ্বিন নিলেন পাঁচ উইকেট, জাদেজা ৪টি আর মিশ্র অমিত মিশ্র ১টি। এত কম ওভারের মধ্যে অল আউট হওয়ার রেকর্ড দক্ষিণ আফ্রিকার টেস্ট ক্রিকেটের ইতিহাসে আর নেই।

Updated By: Nov 26, 2015, 11:20 AM IST
নাগপুরের নাগপাশে ৭৯ রানে গুঁটিয়ে গেল দক্ষিণ আফ্রিকা

ভারত-২১৫। দক্ষিণ আফ্রিকা-৭৯

ওয়েব ডেস্ক: নাগপুরের পিচের সৌজন্যে লজ্জার রেকর্ড দক্ষিণ আফ্রিকার। অল আউট মাত্র ৭৯ রানে। ভারতের বিরুদ্ধে টেস্টে দ.আফ্রিকার এটাই সবচেয়ে কম রানের ইনিংস।  মাত্র ৩৩ ওভারেই প্রথম ইনিংস শেষ হয়ে গেল হাসিম আমলার দলের। প্রথম ইনিংসে ভারত লিড নিল ১৩৬ রানের। ম্যাচ কত দিন গড়ায় সেটাই এখন বড় প্রশ্ন। নাগপুরেই যে ভারত সিরিজ জিতে নিচ্ছে তা নিয়ে কোনও সংশয় নিয়ে। দ্বিতীয় ইনিংসে অন্তত ১৫০ রান তুলতে পারলেও পিচ যা আচরণ করছে তাতে অশ্বিন-জাদেজা-মিশ্রদের ঘুর্ণিতে সিরিজ পকেটে নিশ্চিত। আজ ম্যাচের দ্বিতীয় দিনে ২৩ ওভারের মধ্যেই শেষ হয়ে গেল প্রোটিয়াদের ইনিংস। অশ্বিন নিলেন পাঁচ উইকেট, জাদেজা ৪টি আর মিশ্র অমিত মিশ্র ১টি। এত কম ওভারের মধ্যে অল আউট হওয়ার রেকর্ড দক্ষিণ আফ্রিকার টেস্ট ক্রিকেটের ইতিহাসে আর নেই।

মাত্র ১২ রানের মধ্যেই পাঁচ উইকেট পড়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকার। তখন অনেকেই ভেবেছিলেন হয়তো ফলো আনও হয়ে যেতে পারে। কিন্তু কোহলির হাতে ক্যাচ দিয়ে রক্ষা পাওয়ার পর দুমিনির ৩৩ রান দলকে ৭০-এর গণ্ডি টপকে দেয়। দক্ষিণ আফ্রকিরা টেস্টের ইতিহাসে সবচেয়ে খারাপ শুরুর রেকর্ডটাও হল এই নাগপুরেই। ডেভিলিয়ার্স করেন ০ রান।

নাগপুরে জয় আসছে তা নিয়ে কোনও সংশয় থাকার কথা নয়। কিন্তু এমন পিচ বানিয়ে জিতে ক্রিকেট বিশ্বের সমালোচনাতেও পড়তে হবে সেটাও নিশ্চিত।

.