মাদ্রিদে হেরে সাত সমুদ্রে নাদাল

র‌্যাঙ্কিংয়ে অধঃপতন রাফায়েল নাদালের। দশ বছরের মধ্যে এই প্রথম এটিপি র‌্যাঙ্কিংয়ে সেরা পাঁচজনের মধ্যে থাকতে পারলেন না নাদাল। মাদ্রিদ মাস্টার্সের ফাইনালে অ্যান্ডি মারের কাছে হারের জের, আর চোটের পর ফিরে এসে ট্রফির খরা চলায় নাদালের র‌্যাঙ্কিংয়ে এই হাল। মজার কথা এটিপি র‌্যাঙ্কিংয়ের প্রথম তিনে নাদাল বা ফেডেরার স্থান পাননি। চলতি সপ্তাহেই নাদাল খেলবেন রোম মাস্টার্সে।

Updated By: May 11, 2015, 07:37 PM IST
মাদ্রিদে হেরে সাত সমুদ্রে নাদাল

ওয়েব ডেস্ক: র‌্যাঙ্কিংয়ে অধঃপতন রাফায়েল নাদালের। দশ বছরের মধ্যে এই প্রথম এটিপি র‌্যাঙ্কিংয়ে সেরা পাঁচজনের মধ্যে থাকতে পারলেন না নাদাল। মাদ্রিদ মাস্টার্সের ফাইনালে অ্যান্ডি মারের কাছে হারের জের, আর চোটের পর ফিরে এসে ট্রফির খরা চলায় নাদালের র‌্যাঙ্কিংয়ে এই হাল। মজার কথা এটিপি র‌্যাঙ্কিংয়ের প্রথম তিনে নাদাল বা ফেডেরার স্থান পাননি। চলতি সপ্তাহেই নাদাল খেলবেন রোম মাস্টার্সে।

ক দিন পরেই শুরু হচ্ছে ফরাসি ওপেন। দশমবার ফরাসি ওপেন খেতাব জয়েতার লক্ষ্যে নামবেন স্পেনের এই মহাতারকা। তার আগে র‌্যাঙ্কিংয়ে তলিয়ে যাওয়ার মানে হল কোয়ার্টার ফাইনালে শক্ত প্রতিপক্ষের মুখোমুখি হওয়া।

এটিপি র‌্যাঙ্কিংয়ে পুরুষদের সিঙ্গলসে প্রথম তিনে আছেন যথাক্রমে জকোভিচ, ফেডেরার, মারে।

Tags:
.