আইপিএলে চেন্নাই দলে ধোনির ভবিষ্যত্ বলে দিলেন শ্রীনিবাসন

তিন তিনবার চেন্নাইকে চ্যাম্পিয়ন করেছেন ধোনি।

Updated By: Sep 16, 2019, 04:44 PM IST
আইপিএলে চেন্নাই দলে ধোনির ভবিষ্যত্ বলে দিলেন শ্রীনিবাসন

নিজস্ব প্রতিবেদন: ধোনির অবসরের জল্পনা চলছে গত কয়েক মাস ধরে। বিশ্বকাপের পরই তিনি অবসর নেবেন বলে ধারণা করেছিলেন ভারতীয় ক্রিকেট সমর্থকরা। কিন্তু ধোনি বিশ্বকাপ শেষ হওয়ার পর অবসর নেননি। সেনার ডিউটিতে যোগ দেবেন বলে বিসিসিআই-এর কাছে দুই মাসের ছুটির আবেদন করেছিলেন ধোনি। যার জন্য ওয়েস্ট ইন্ডিজ সফরেও তাঁকে দেখা যায়নি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে টি-২০ সিরিজের জন্য তাঁকে ছাড়াই দল ঘোষণা করেছেন নির্বাচকরা। ধোনির অবসর জল্পনার মাঝেই আইপিএল ভবিষ্যত্ বাতলে দিলেন এন শ্রীনিবাসন।

মহেন্দ্র সিং ধোনি ভারতীয় ক্রিকেটের ব্লু আইড বয়। ২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় থেকে ২০১১ সালে দেশের মাটিতে বিশ্বকাপ জয়। ভারতীয় ক্রিকেটে ছবিটাই বদলে দিয়েছেন ক্যাপ্টেন কুল। ভারতীয় ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ক ধোনি। আইপিএলের আকাশেও তাঁর সাফল্য নজরকাড়া। গত ১২ বছরে চেন্নাই ফ্র্যাঞ্চাইজিকে নেতৃত্ব দিয়ে ৮ বার ফাইনালে তুলেছেন দলকে। যার মধ্যে দু বছর নির্বাসিত ছিল চেন্নাই। তিন তিনবার চেন্নাইকে চ্যাম্পিয়ন করেছেন ধোনি। ২০২০ সালে আইপিএলে চেন্নাই দলের নেতৃত্বের ব্যাটন থাকছে মহেন্দ্র সিং ধোনির হাতেই।

আরও পড়ুন - সাক্ষাত্কারের মাঝে বাবার ছবি দেখে কেঁদে ফেললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো!

টাইমস নাও-কে দেওয়া এক সাক্ষাত্কারে চেন্নাই ফ্র্যাঞ্চাইজির মালিক এন শ্রীনিবাসন জানান," আমি একটা কথাই বলতে পারি। মহেন্দ্র সিং ধোনিই হবেন পরের মরশুমে আইপিএলে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক।"  

.