মুম্বই ইন্ডিয়ান্স যা করবে আইপিএলের কোনও দল কখনও করেনি

এই প্রথম আইপিএলের কোনও ফ্র্যাঞ্চাইজি আইসিসির অ্যাসোসিয়েট সদস্যভুক্ত দেশের সঙ্গে ম্যাচ খেলার সিদ্ধান্ত নিল। এবছরের সেপ্টেম্বর মাসে মুম্বই ইন্ডিয়ান্স আমেরিকায় খেলার সিদ্ধান্ত নিয়েছে। জানা গেছে মুম্বই ইন্ডিয়ান্স দল তিনটি ম্যাচে খেলবে। আইপিএলে ভাল ফল না করলেও মুম্বই কর্তৃপক্ষ দলকে খেলার মধ্যে রাখতে চাইছে। তাই ভারতের ওয়েস্ট ইন্ডিজ সফরের পর ক্রিকেটের ফাঁকা উইন্ডোতে আমেরিকায় খেলতে যাবেন রোহিত শর্মারা। বিসিসিআই-এর এক শীর্ষ কর্তা জানিয়েছেন বোর্ডও এব্যাপারে ছাড়পত্র দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্সকে। বোর্ড কর্তারা মনে করেন একটি ফ্র্যাঞ্চাইজি দল বিদেশে খেললে বিসিসিআই-এর কোনও ক্ষতি হবে না। কারন আইপিএল ইতিমধ্যেই দেশ ছাড়িয়ে বিদেশেও উন্মাদনা তৈরি করেছে।

Updated By: May 28, 2016, 06:11 PM IST
মুম্বই ইন্ডিয়ান্স যা করবে আইপিএলের কোনও দল কখনও করেনি

ওয়েব ডেস্ক: এই প্রথম আইপিএলের কোনও ফ্র্যাঞ্চাইজি আইসিসির অ্যাসোসিয়েট সদস্যভুক্ত দেশের সঙ্গে ম্যাচ খেলার সিদ্ধান্ত নিল। এবছরের সেপ্টেম্বর মাসে মুম্বই ইন্ডিয়ান্স আমেরিকায় খেলার সিদ্ধান্ত নিয়েছে। জানা গেছে মুম্বই ইন্ডিয়ান্স দল তিনটি ম্যাচে খেলবে। আইপিএলে ভাল ফল না করলেও মুম্বই কর্তৃপক্ষ দলকে খেলার মধ্যে রাখতে চাইছে। তাই ভারতের ওয়েস্ট ইন্ডিজ সফরের পর ক্রিকেটের ফাঁকা উইন্ডোতে আমেরিকায় খেলতে যাবেন রোহিত শর্মারা। বিসিসিআই-এর এক শীর্ষ কর্তা জানিয়েছেন বোর্ডও এব্যাপারে ছাড়পত্র দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্সকে। বোর্ড কর্তারা মনে করেন একটি ফ্র্যাঞ্চাইজি দল বিদেশে খেললে বিসিসিআই-এর কোনও ক্ষতি হবে না। কারন আইপিএল ইতিমধ্যেই দেশ ছাড়িয়ে বিদেশেও উন্মাদনা তৈরি করেছে।

.