Rohit Sharma : বদলে গেল মুম্বইয়ের কোচ, 'হিটম্যান'-এর সঙ্গে কাজ করবেন মার্ক বাউচার
Rohit Sharma : দক্ষিণ আফ্রিকার প্রাক্তন উইকেটকিপার মার্ক বাউচারকে কোচ হিসাবে আনলেন নীতা আম্বানি। বাউচার ক্রিকেটার হিসাবে প্রোটিয়াসদের সফলতম তারকাদের মধ্যে একজন।
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: আইপিএল-এর (IPL 2023) নতুন মরসুমের আগে বদলে গেল মুম্বই ইন্ডিয়ান্সের কোচ। ২০২৩ সালের ক্রোড়পতি লিগে রোহিত শর্মার (Rohit Sharma) দলের দায়িত্ব সামলাবেন মার্ক বাউচার (Mark Boucher)। কারণ মুম্বইয়ের সফলতম কোচ মাহেলা জয়বর্ধনে (Mahela Jayawardene) দিনকয়েক আগেই দায়িত্ব ছেড়েছেন।
২০২২ সালের মেগা নিলামে তারকাখচিত দল গড়লেও, বাইশ গজের যুদ্ধে একেবারেই পারফর্ম করতে পারেনি মুম্বই। একেবারে লিগ টেবলের তলানিতে দশ নম্বরে শেষ করেছিল রোহিতের দল। নিলাম থেকে মাঠের স্ট্র্যাটেজি সবেতেই অন্যান্য দলগুলির থেকে পিছিয়ে ছিল রোহিত শর্মার দল। সম্ভবত সেকারণেই হেড কোচের পদ থেকে অব্যাহতি নিয়েছেন জয়বর্ধনে। তাঁকে মুম্বই ফ্র্যাঞ্চাইজি গ্লোবাল 'হেড অফ পারফরম্যান্স' পদে বসিয়েছে। এই মুহূর্তে গোটা বিশ্বে আরও দুটি দল আছে মুম্বই ফ্র্যাঞ্চাইজির। আপাতত সেগুলিই দেখবেন মাহেলা।
আরও পড়ুন: Muttiah Muralitharan: ওয়ার্নকেই এগিয়ে রাখলেন মুরলীথরন, বলছেন বিশ্বকাপে ত্রাস হবেন হাসারঙ্গা!
আরও পড়ুন: Pakistan, T20 World Cup 2022: জোড়া চমকেই দল ঘোষণা পাকিস্তানের! বাবর ব্রিগেডে কি ফিরলেন আফ্রিদি?
— Mumbai Indians (@mipaltan) September 16, 2022
ফলে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন উইকেটকিপার মার্ক বাউচারকে কোচ হিসাবে আনলেন নীতা আম্বানি। বাউচার ক্রিকেটার হিসাবে প্রোটিয়াসদের সফলতম তারকাদের মধ্যে একজন। উইকেটকিপার হিসাবে টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট শিকার করার রেকর্ডও রয়েছে তাঁর নামের পাশে। পাশাপাশি কোচ হিসাবেও চূড়ান্ত সফল তিনি। কোচ হিসাবে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া লিগে পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছেন বাউচার। এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকার হেড কোচের পদে রয়েছেন মার্ক। যদিও আগেই তিনি জানিয়ে দিয়েছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই জাতীয় দলের দায়িত্ব ছাড়তে চলেছেন। তারপরই মুম্বইয়ের দায়িত্ব নেবেন তিনি।