পারফরম্যান্স ভাল নয়, স্কলারশিপ ফেরালেন ক্রিকেটার

Updated By: Nov 8, 2017, 06:27 PM IST
পারফরম্যান্স ভাল নয়, স্কলারশিপ ফেরালেন ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদন: ক্রীড়াক্ষেত্রের বিভিন্ন প্রান্তে কান পাতলেই শোনা যায় , না পাওয়ার হাহাকার। আর তারই উলটপুরান এক স্কুল ক্রিকেটারের ভাবনায়। দু'দিন আগেই হকি খেলোয়াড়রা আর্থিক পুরস্কার না পাওয়ায় সোচ্চার হয়েছিলেন। সেই জায়গায় দাঁড়িয়ে স্কুল ক্রিকেটে রেকর্ড গড়া ক্রিকেটার প্রণব ধনওয়াড়ে নিজের স্কলারশিপের টাকা নিতে অস্বীকার করলেন। বর্তমানে পারফরম্যান্স না থাকার জন্যই তিনি এই টাকা নিতে চান না বলে জানিয়েও দিলেন মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনকে।

এই সিদ্ধান্তের জেরে বছরে প্রায় এক লাখ টাকারও বেশি অর্থ  প্রনব হারাতে চলেছেন। স্কুল ক্রিকেটে একহাজার রান করে নজির গড়ার পর পাঁচ বছরের জন্য তাকে স্কলারশিপ দেওয়ার সিদ্ধান্ত নেয় এমসিএ। প্রতি মাসে দশ হাজার টাকা করে পাচ্ছিলেন প্রণব। কিন্তু এখন পারফরম্যান্স তলানিতে এলে ঠেকেছে। তাই  বিবেকের তাড়নায় স্কলারশিপের টাকা ফিরিয়ে দিয়ে অনন্য  নজির গড়লেন অটোচালকের ছেলে প্রণব ধনওয়াড়ে।

আরও পড়ুন, রুদ্ধশ্বাস ম্যাচে জয় ভারতের, সিরিজ বিরাটদের

 

.