ধোনির হেলিকপ্টার শটের জনক মারা গেলেন
আড্ডায় বসে বন্ধু মহেন্দ্র সিংকে একটা কথা বলেছিল সন্তোষলাল। "আচ্ছা, এমন একটা শট খেললে পারিস না, যেটা ঠিক ব্যাটসম্যানরা খেলেনা।" ধোনির প্রশ্ন ছিল সেটা আবার কেমন! বন্ধুর হাতে ব্যাট তুলে নিয়ে যে শটটা দেখিয়েছিল সেটা ভারী পছন্দ হয় ভারত অধিনায়কের। সন্তোষলাল মাহিকে শিখিয়েও দিয়েছিল সেই শট।
আড্ডায় বসে বন্ধু মহেন্দ্র সিংকে একটা কথা বলেছিল সন্তোষলাল। "আচ্ছা, এমন একটা শট খেললে পারিস না, যেটা ঠিক ব্যাটসম্যানরা খেলেনা।" ধোনির প্রশ্ন ছিল সেটা আবার কেমন! বন্ধুর হাতে ব্যাট তুলে নিয়ে যে শটটা দেখিয়েছিল সেটা ভারী পছন্দ হয় ভারত অধিনায়কের। সন্তোষলাল মাহিকে শিখিয়েও দিয়েছিল সেই শট।
বাকিটা ইতিহাস। বন্ধু সন্তোষের শেখানো সেই হেলিকপ্টার শটটা খেলে ধোনিকে ক্রিকেট বিশ্ব আলাদাভাবে চিনতে শেখে। ধোনির সেই হেলিকপ্টার শটের জনক সন্তোষলাল মারা গেলেন। সন্তোষ লাল রঞ্জি ট্রফিতে খেলেছেন।
ধোনির প্রিয়বন্ধু সন্তোষ বেশ কয়েকমাস ধরেই তীব্র প্যানক্রিয়েটাইটিসের ভূগছিলেন। প্রথমে অচৈতন্য অবস্থায় তাঁকে রাঁচি হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁকে দিল্লির এক হাসপাতালে ভর্তি করা হয়। সন্তোষলাল চিকিত্সার খরচ বহন করছেন ধোনি। এখন অবশ্য বন্ধু মাহি আমেরিকায় ছুটি কাটাচ্ছেন।