MS Dhoni Last Match: ক্রোড়পতি লিগে কবে শেষ ম্যাচ খেলবেন এম এস ধোনি? চলে এল বড় আপডেট

শোনা গিয়েছে, চেন্নাই সুপার কিংস যদি প্লে-অফে খেলার যোগ্যতা অর্জন না করতে পারে, তা হলে খুব সম্ভবত ১৪ মে চিদম্বরম স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে তিনি শেষ ম্যাচ খেলবেন। 

Updated By: Feb 19, 2023, 09:51 AM IST
MS Dhoni Last Match: ক্রোড়পতি লিগে কবে শেষ ম্যাচ খেলবেন এম এস ধোনি? চলে এল বড় আপডেট
এবারই কি শেষ ম্যাচ খেলবেন মহেন্দ্র সিং ধোনি?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এবারের আইপিএল (IPL 2023) খেলেই কি ব্যাট-প্যাড চিরতরে তুলে রাখবেন মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni)? ক্রোড়পতি লিগের সূচি প্রকাশ হওয়ার পর থেকেই চলছে জল্পনা। যদিও এখনও পর্যন্ত চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) ও এমএস ধোনির (MS Dhoni) তরফ থেকে এখনও পর্যন্ত সরকারি ঘোষণা করেনি। 

শোনা যাচ্ছে 'ক্যাপ্টেন কুল' সরে গেলে তাঁর জায়গায় দায়িত্ব নিতে পারেন বেন স্টোকস (Ben Stokes)। এমনকি মইন আলীর (Moeen Ali) নামও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। স্টোকসের নেতৃত্বে টেস্ট ক্রিকেটে রাতারাতি আলোড়ন ফেলে দিয়েছে ইংল্যান্ড। ফলে তাঁর দিকে নজর রয়েছে সিএসকে (CSK) কর্তাদের।

আরও পড়ুন: Virat Kohli, BGT 2023: বিতর্কিত আউটের পর কী খেয়ে মেজাজ ঠাণ্ডা করলেন বিরাট? দেখুন ভাইরাল ভিডিয়ো

আরও পড়ুন: KL Rahul | BGT 2023: 'বিগত ২০ বছরে কোনও টপ অর্ডার ব্যাটারের এত কম গড় দেখিনি'!

শোনা গিয়েছে, চেন্নাই সুপার কিংস যদি প্লে-অফে খেলার যোগ্যতা অর্জন না করতে পারে, তা হলে খুব সম্ভবত ১৪ মে চিদম্বরম স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে তিনি শেষ ম্যাচ খেলবেন। ৩১ মার্চ গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স ম্যাচ দিয়ে এ বারের আইপিএল অভিযান শুরু হচ্ছে সিএসকে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.