মোহনবাগানের নতুন কোচ হলেন খালিদ জামিল

বাগান কর্তারাও শঙ্করলালের ইচ্ছেকেই সম্মতি দেন। সেই সঙ্গে নতুন কোচ খোঁজার কাজও শুরু করে দেন রাতারাতি।

Updated By: Jan 9, 2019, 07:29 AM IST
মোহনবাগানের নতুন কোচ হলেন খালিদ জামিল

নিজস্ব প্রতিবেদন : শঙ্করলাল চক্রবর্তী সরে যাওয়ার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই নতুন কোচ ঠিক করে ফেললেন মোহনবাগান কর্তারা। সবুজ-মেরুনের নতুন কোচ হলেন খালিদ জামিল। ২০১৮-১৯ মরশুমের শেষ পর্যন্ত আই লিগ জয়ী কোচের সঙ্গে চুক্তি করল মোহনবাগান। মিনার্ভা ম্যাচ থেকেই বেঞ্চে থাকবেন প্রাক্তন ইস্টবেঙ্গল কোচ।

আরও পড়ুন - ঘরের মাঠে রিয়াল কাশ্মীরের কাছে হার, পদত্যাগ করলেন মোহনবাগান কোচ শঙ্করলাল

রবিবার রিয়াল কাশ্মীরের কাছে হারের পরই পদত্যাগ করেন কোচ শঙ্করলাল চক্রবর্তী। বাগান কর্তারাও শঙ্করলালের ইচ্ছেকেই সম্মতি দেন। সেই সঙ্গে নতুন কোচ খোঁজার কাজও শুরু করে দেন রাতারাতি। রাতেই খালিদ জামিলের সঙ্গে কথা প্রায় অনেকটাই চূড়ান্ত হয়ে যায়। এরপর সোমবার তিনি বাগান সচিব টুটু বসুর হাঙ্গারফোর্ড স্ট্রিটের অফিসেও যান। তারপরেই বিকেলে প্রেস বিবৃতি দিয়ে নতুন কোচের নাম ঘোষণা করে মোহনবাগান।

আরও পড়ুন - সিডনিতে টিম ইন্ডিয়ার ভিকট্রি ডান্সের কোরিওগ্রাফার ঋষভ পন্থ, নাচলেন পূজারাও!

গত মরশুমে ইস্টবেঙ্গলকে একটা ঘরোয়া লিগ ছাড়া আর কিছুই দিতে পারেন নি আইজলকে আই লিগ জেতানো কোচ খালিদ জামিল। উল্টে নানা সময়ে নানা বিতর্ক দানা বেঁধেছে তাঁকে ঘিরে। সময় না নিয়ে তড়িঘড়ি সেই খালিদকে কোচ কেন করে নিয়ে এলেন বাগান কর্তারা তা নিয়ে কিন্তু প্রশ্ন থাকছেই। তবে মঙ্গলবার থেকেই কলকাতা ময়দানে দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন খালিদ জামিল। তবে খালিদের কাজটা কিন্তু বেশ কঠিন। বিদেশিরা তেমন ফর্মে নেই। তার ওপর আই লিগে ১১ ম্যাচ খেলে ১৫ পয়েন্ট মোহনবাগানের। লিগ জয়ের আশা কার্যত নেই বললেই চলে, তাই এই অবস্থায় ফুটবলারদের মোটিভেট করাটাই বড় চ্যালেঞ্জ খালিদের কাছে।

.