মর্গ্যান স্যারের লাল-হলুদে কামব্যাকে বাধা কেরালা ব্লাস্টার্স
ট্রেভর মরগ্যানের ইস্টবেঙ্গলে কামব্যাকের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে কেরালা ব্লাস্টার্সের সঙ্গে মরগ্যানের চুক্তি। লাল-হলুদে এই মুহুর্তে নানা মুনির নানা মত। তার মধ্যেও পরবর্তী কোচ হিসাবে মরগ্যানই সবার আগে রয়েছেন। ক্লাবের হয়ে ট্রেভরের সঙ্গে কথা বলেন ফুটবল সচিব সন্তোষ ভট্টাচার্য। মরগ্যান ফুটবল সচিবকে জানিয়ে দেন আই লিগের আগে কিছুতেই তাঁর পক্ষে লাল-হলুদের দায়িত্ব নেওয়া সম্ভব নয়। এমনকি প্রিসিজনও করানো সম্ভব নয়। মরগ্যানকে ফুটবল সচিব জানিয়েছেন ক্লাবের সিদ্ধান্ত কয়েকদিনের মধ্যে জানিয়ে দেওয়া হবে। ক্লাব মরগ্যানের শর্তে রাজি হবে বলে অনেকেই মনে করছে না। সেক্ষেত্রে ঘরোয়া লিগ আর প্রিসিজন অন্য কোচকে দিয়ে করাতে হবে। তাই ডেরেক পেরেরা, সুভাষ ভৌমিক বিশ্বজিত ভট্টাচার্যের মত ভারতীয় কোচেদের নাম ফের একবার সামনে চলে আসছে।
ওয়েব ডেস্ক: ট্রেভর মরগ্যানের ইস্টবেঙ্গলে কামব্যাকের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে কেরালা ব্লাস্টার্সের সঙ্গে মরগ্যানের চুক্তি। লাল-হলুদে এই মুহুর্তে নানা মুনির নানা মত। তার মধ্যেও পরবর্তী কোচ হিসাবে মরগ্যানই সবার আগে রয়েছেন। ক্লাবের হয়ে ট্রেভরের সঙ্গে কথা বলেন ফুটবল সচিব সন্তোষ ভট্টাচার্য। মরগ্যান ফুটবল সচিবকে জানিয়ে দেন আই লিগের আগে কিছুতেই তাঁর পক্ষে লাল-হলুদের দায়িত্ব নেওয়া সম্ভব নয়। এমনকি প্রিসিজনও করানো সম্ভব নয়। মরগ্যানকে ফুটবল সচিব জানিয়েছেন ক্লাবের সিদ্ধান্ত কয়েকদিনের মধ্যে জানিয়ে দেওয়া হবে। ক্লাব মরগ্যানের শর্তে রাজি হবে বলে অনেকেই মনে করছে না। সেক্ষেত্রে ঘরোয়া লিগ আর প্রিসিজন অন্য কোচকে দিয়ে করাতে হবে। তাই ডেরেক পেরেরা, সুভাষ ভৌমিক বিশ্বজিত ভট্টাচার্যের মত ভারতীয় কোচেদের নাম ফের একবার সামনে চলে আসছে।