সবুজ-মেরুন সদস্য-সমর্থকদের খোলা চিঠি দিলেন সচিব টুটু বসু

এরপরই খোলা চিঠি দিয়ে সকলকে আশ্বস্ত করলেন বাগানের সচিব টুটু বসু।

Updated By: Mar 19, 2019, 10:40 AM IST
সবুজ-মেরুন সদস্য-সমর্থকদের খোলা চিঠি দিলেন সচিব টুটু বসু

নিজস্ব প্রতিবেদন :  মোহনবাগানের সদস্য সমর্থকদের আবেঘঘন চিঠি দিলেন ক্লাবের সচিব টুটু বসু। এই মুহূর্তে ইস্টবেঙ্গল ক্লাব এবং ইনভেস্টরদের মধ্যে ঠান্ডা লড়াই চলছে। সমর্থকরাও দুভাগ হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে স্পনসর ইস্যুতে সাবধানী বাগান সচিব।

আই লিগ চলাকালীনই দেখা গিয়েছে নতুন স্পনসর কিংবা ইনভেস্টর আনার জন্য কর্তাদের বার্তা দিতে যুবভারতীতে পোস্টার নিয়ে হাজির হয়েছিলেন মোহনবাগান সমর্থকরা। এরপর এটিকে-র সঙ্গে মোহনবাগানের গাঁটছড়া হতে চলেছে এই খবরে আরও খেপে ওঠেন বেশ কিছু সবুজ-মেরুন সমর্থক। এমনকী তারা প্রতিবাদেও সামিল হন। এরপরই খোলা চিঠি দিয়ে সকলকে আশ্বস্ত করলেন বাগানের সচিব টুটু বসু।  

টুটু বসু পরিষ্কার করে বলে দিয়েছেন, ক্লাবের অস্তিত্ব বিপন্ন করে কাউকে গ্রহণ করা হবে না। ক্লাবের ঐতিহ্য আর অস্তিত্বের সঙ্গে কোনওরকম আপোষ করা হবে না, সেটাও খোলা চিঠিতে স্পষ্ট করে দিয়েছেন তিনি। অর্থাত্ টুটু বসুর চিঠিতে একটা বিষয় পরিষ্কার যে ফেডারেশনের মার্কেটিং পার্টনারের চাপে এটিকে-র সঙ্গে অন্যায় শর্তে কিছুতেই গাঁটছড়া বাধা হবে না। তিনি যে যৌথ লিগের পক্ষে সেটাও সভ্য সমর্থকদের কাছে পরিষ্কার করে দেন টুটু বসু।

আরও পড়ুন - ভারতীয় ক্রিকেট বোর্ডকে ক্ষতিপূরণ দিল পাক বোর্ড

.