দুর্বল হ্যালের বিরুদ্ধে প্রস্তুত মোহনবাগান

শুক্রবার ঘরের মাঠে দুর্বল হ্যালের বিরুদ্ধে আইলিগের লড়াইয়ে নামছে মোহনবাগান। ইতিমধ্যে আইলিগে অবনমনের আওতায় পড়ে গিয়েছে বেঙ্গালুরুর দলটি। প্রতিপক্ষ দুর্বল হলেও পুরো ৩ পয়েন্ট পেতে পূর্ণ শক্তি নিয়ে ঝাঁপাতে চাইছে মোহনবাগান। সমস্যা শুধু আনোয়ারের চোট।

Updated By: Apr 5, 2012, 11:16 PM IST

শুক্রবার ঘরের মাঠে দুর্বল হ্যালের বিরুদ্ধে আইলিগের লড়াইয়ে নামছে মোহনবাগান। ইতিমধ্যে আইলিগে অবনমনের আওতায় পড়ে গিয়েছে বেঙ্গালুরুর দলটি। প্রতিপক্ষ দুর্বল হলেও পুরো ৩ পয়েন্ট পেতে পূর্ণ শক্তি নিয়ে ঝাঁপাতে চাইছে মোহনবাগান। সমস্যা শুধু আনোয়ারের চোট। আনোয়ার না থাকায় সেন্ট্রাল ডিফেন্ডারের ভূমিকায় দেখা যাবে রাকেশ মাসিকে।
প্রথম একাদশে ঢুকছেন লিমা। ডেম্পো ম্যাচের স্ট্র্যাটেজিতেই সুনীলকে পেছনে রেখে আপফ্রন্টে থাকবেন ওডাফা-ব্যারেটো জুটি। সবাই যখন ধরে নিয়েছেন, আইলিগ থেকে মোহনবাগানের বিদায় হয়ে গিয়েছে, তখন সবুজ মেরুন অধিনায়ক ব্যারেটো অত্যাশ্চর্য কিছু ঘটার আশায় রয়েছেন।
 

.