স্পোর্টিং এর মুখোমুখি মোহনবাগান

শনিবার আবার আই লিগে মাঠে নামছে মোহনবাগান। আগের ম্যাচেই হ্যালের বিরুদ্ধে দুগোলে পিছিয়ে পড়েও, ৪-২ গোলে দুরন্ত জয় পেয়েছেন ওডাফারা। ঘরের মাঠে স্পোর্টিং ক্লাব দ্য গোয়ার বিরুদ্ধেও সেই ধারা অব্যাহত রাখতে চায় সবুজ-মেরুন শিবির।

Updated By: Dec 16, 2011, 08:09 PM IST

শনিবার আবার আই লিগে মাঠে নামছে মোহনবাগান। আগের ম্যাচেই হ্যালের বিরুদ্ধে দুগোলে পিছিয়ে পড়েও, ৪-২ গোলে দুরন্ত জয় পেয়েছেন ওডাফারা। ঘরের মাঠে স্পোর্টিং ক্লাব দ্য গোয়ার বিরুদ্ধেও সেই ধারা অব্যাহত রাখতে চায় সবুজ-মেরুন শিবির। একটানা ম্যাচ, তার উপর দলে একাধিক ফুটবলারের চোট, বেশ কিছু সমস্যায় থাকলেও, ঘরের মাঠের পরের তিনটে ম্যাচ থেকে পুরো ৯ নয়েন্ট তুলে নিতে চায় সবুজ-মেরুন শিবির।স্পোর্টিংয়ের বিরুদ্ধে ৪-১-৪-১ ছকে খেলতে চায় মোহনবাগান। একমাত্র স্ট্রাইকার হিসাবে খেলবেন ওডাফা। তবে দুরন্ত ফর্মে থাকা বিপক্ষের জেমস মগার জন্য বিশেষ স্ট্র্যাটেজি তৈরি করছে মোহনবাগান। 

.