ওডাফাতেই সালগাঁওকার জয়ের স্বপ্ন দেখছে পালতোলা নৌকা
সালগাঁওকর ম্যাচের আগে মোহনবাগানকে স্বস্তিতে রাখছে অধিনায়ক ওকেলি ওডাফার বাড়তি তাগিদ। ইউনাইটেড সিকিমের বিরুদ্ধে র্যান্টি ৫ গোল করার পর থেকেই যেন নিজেকে বদলে ফেলেছেন নাইজেরীয় গোলমেশিন।অনুশীলনে বাড়তি পরিশ্রম করছেন। এমনকি অনুশীলন শেষ হয়ে যাওয়ার পরও চলছে ওডাফার আলাদা অনুশীলন।সালগাঁওকর ম্যাচের আগে আলাদা করে চলল ওডাফার শুটিং অনুশীলন।
সালগাঁওকর ম্যাচের আগে মোহনবাগানকে স্বস্তিতে রাখছে অধিনায়ক ওকেলি ওডাফার বাড়তি তাগিদ। ইউনাইটেড সিকিমের বিরুদ্ধে র্যান্টি ৫ গোল করার পর থেকেই যেন নিজেকে বদলে ফেলেছেন নাইজেরীয় গোলমেশিন।অনুশীলনে বাড়তি পরিশ্রম করছেন। এমনকি অনুশীলন শেষ হয়ে যাওয়ার পরও চলছে ওডাফার আলাদা অনুশীলন।সালগাঁওকর ম্যাচের আগে আলাদা করে চলল ওডাফার শুটিং অনুশীলন। কোচ থেকে সতীর্থ নির্মল ছেত্রী-সবাই বলছেন,ওডাফার এই তাগিদ দলের পক্ষে ভাল ইঙ্গিত। সালগাঁওকরের বিরুদ্ধে জয়ের জন্য ওডাফাই যে আসল লোক,তা একবাক্যে মানছেন সবাই। অন্যদিকে রবিবার থেকে সরকারিভাবে মোহনবাগানের দায়িত্ব নিচ্ছেন সালগাঁওকরের প্রাক্তন কোচ করিম বেঞ্চিরিফা। তার ২৪ ঘণ্টা আগেই করিমের প্রাক্তন দলের মুখোমুখি হচ্ছে মোহনবাগান। আই লিগের মাঝে গোয়া থেকে করিমকে কার্যত ছিনিয়ে নিয়ে এসেছেন মোহনবাগান কর্তারা। তাই শনিবারের ম্যাচ অন্য মাত্রা পাচ্ছে। কলকাতায় না থেকেও যেন ভীষণভাবেই আছেন করিম।ব র্তমান সালগাঁওকর দলকে হাতের তালুর মত চেনেন। তা সত্বেও প্রতিপক্ষ দলের দুর্বল দিকগুলো জানতে মরক্কান কোচের শরণাপন্ন হননি মৃদুল ব্যানার্জি।নিজের মত করেই হোমওয়ার্ক করেছেন তিনি। মেগা ম্যাচের আগে অবশ্য প্রতিপক্ষকে আই লিগের অন্যতম সেরা দল বলছেন মৃদুল ব্যানার্জি।
প্রথম একাদশে সম্ভত কোনও পরিবর্তন হচ্ছে মোহনবাগানের। আক্রমনভাগে থাকবেন ওডাফা-স্ট্যানলি জুটিই।
সন্তোষ কাশ্যপের বিদায়ের পর সালগাঁওকরের বর্তমান কোচ ডেভিড বুথের নাম উঠেছিল মোহনবাগান কোচ হিসাবে।শেষপর্যন্ত করিম আসেন সবুজ বাগানে আর বুথ কোচ হয়ে আসেন সালগাঁওকরের। গত কয়েক বছরে করিমের হাত ধরে ভারত সেরা হয়েছে গোয়ার দলটি। তবে বেঞ্চিরিফা যুগ এখন অতীত সালগাঁওকরে। চার্চিলের বিরুদ্ধে ভাল খেলেও হারতে হয়েছিল লুসিয়ানোদের। সেই ভুল আর কলকাতায় করতে চান সালগাঁওকর কোচ।
অনেকেই বলছেন এই ম্যাচে লড়াই আদতে ওডাফা আর ব্রাজিলিয়ান ডিফেন্ডার লুসিয়ানোর মধ্যে।যদিও তা মানতে নারাজ লুসিয়ানো। মোহনবাগান অধিনায়কের জন্য কোনও আলাদা পরিকল্পনা রয়েছে কিনা,তা খোলসা করছেন না নিজেকে একেবারে বদলে ফেলা ডেভিড বুখ। যুবভারতী দাঁড়িয়ে মহিন্দ্রার প্রাক্তন কোচের বক্তব্য,শনিবার বিকেলেই তার উত্তর পাওয়া যাবে।
প্রতিপক্ষ দলের দুর্বল দিকগুলো জানতে মরক্কান কোচের শরণাপন্ন হননি মৃদুল ব্যানার্জি।নিজের মত করেই হোমওয়ার্ক করেছেন তিনি। মেগা ম্যাচের আগে অবশ্য প্রতিপক্ষকে আই লিগের অন্যতম সেরা দল বলছেন মৃদুল ব্যানার্জি।
প্রথম একাদশে সম্ভত কোনও পরিবর্তন হচ্ছে মোহনবাগানের। আক্রমনভাগে থাকবেন ওডাফা-স্ট্যানলি জুটিই।
সন্তোষ কাশ্যপের বিদায়ের পর সালগাঁওকরের বর্তমান কোচ ডেভিড বুথের নাম উঠেছিল মোহনবাগান কোচ হিসাবে।শেষপর্যন্ত করিম আসেন সবুজ বাগানে আর বুথ কোচ হয়ে আসেন সালগাঁওকরের। গত কয়েক বছরে করিমের হাত ধরে ভারত সেরা হয়েছে গোয়ার দলটি। তবে বেঞ্চিরিফা যুগ এখন অতীত সালগাঁওকরে। চার্চিলের বিরুদ্ধে ভাল খেলেও হারতে হয়েছিল লুসিয়ানোদের। সেই ভুল আর কলকাতায় করতে চান সালগাঁওকর কোচ।
অনেকেই বলছেন এই ম্যাচে লড়াই আদতে ওডাফা আর ব্রাজিলিয়ান ডিফেন্ডার লুসিয়ানোর মধ্যে।যদিও তা মানতে নারাজ লুসিয়ানো। মোহনবাগান অধিনায়কের জন্য কোনও আলাদা পরিকল্পনা রয়েছে কিনা,তা খোলসা করছেন না নিজেকে একেবারে বদলে ফেলা ডেভিড বুখ। যুবভারতী দাঁড়িয়ে মহিন্দ্রার প্রাক্তন কোচের বক্তব্য,শনিবার বিকেলেই তার উত্তর পাওয়া যাবে।