কাল মোহনবাগান দিবস, সেজে উঠেছে ক্লাব তাঁবু

কাল মোহনবাগান দিবস। সেজে উঠছে মোহনবাগান তাঁবু। দুবছর পর আবার ক্লাব তাঁবুতেই হতে চলেছে মোহনবাগান দিবসের অনুষ্ঠান। সোমবার প্রীতি ফুটবল ম্যাচ দিয়ে শুরু হবে মোহনবাগান দিবসের অনুষ্ঠান। সন্ধেবেলা মোহনবাগান ফুটবলারদের হাতে তুলে নেওয়া হবে নতুন জার্সি। পুরস্কৃত করা হবে গত বছরের সেরা ফুটবলার ডেনসন দেবদাস আর সেরা ক্রিকেটার শুভময় দাসকে। সংবর্ধিত হবেন বর্ষসেরা ক্রীড়াবিদ আশা রায়।

Updated By: Jul 28, 2013, 02:23 PM IST

কাল মোহনবাগান দিবস। সেজে উঠছে মোহনবাগান তাঁবু। দুবছর পর আবার ক্লাব তাঁবুতেই হতে চলেছে মোহনবাগান দিবসের অনুষ্ঠান। সোমবার প্রীতি ফুটবল ম্যাচ দিয়ে শুরু হবে মোহনবাগান দিবসের অনুষ্ঠান। সন্ধেবেলা মোহনবাগান ফুটবলারদের হাতে তুলে নেওয়া হবে নতুন জার্সি। পুরস্কৃত করা হবে গত বছরের সেরা ফুটবলার ডেনসন দেবদাস আর সেরা ক্রিকেটার শুভময় দাসকে। সংবর্ধিত হবেন বর্ষসেরা ক্রীড়াবিদ আশা রায়।
জাতীয় দলে সুযোগ পাওয়ার জন্য সংবর্ধিত হবেন মহম্মদ সামি। মোহনবাগান দিবসে সংবর্ধিত হবেন দুই মোহনবাগানি সুব্রত ভট্টাচার্য আর সাংসদ প্রসূন ব্যানার্জি। সবার শেষে মরোণোত্তর মোহনবাগান রত্ন দেওয়া হবে বলাই দাস চট্টোপাধ্যায়কে।
  
 মোহনবাগান দিবসে সভ্য-সদস্যদের জন্য ক্লাব কর্তারা হাজার টাকার কুপনের ব্যবস্থা করলেও,তাতে উত্‍সাহে ভাটা পড়বে বলেই দাবি মোহনবাগান সচিবের।

.