অঞ্জনের পদত্যাগ জল্পনায় জল ঢাললেন অর্থসচিব
ঘরে বাইরে চাপটা দিন দিন বাড়ছে। আই লিগ থেকে নির্বাসিত হওয়ার পর মোহনবাগান কর্মকর্তাদের পদত্যাগ দাবি উঠছে খোদ ক্লাবের প্রাক্তন কিংবদন্তি ফুটবলারদের মুখ থেকে। মোহনবাগান সচিব অঞ্জন মিত্রদের পদত্যাগ দাবি করে ক্লাবের বাইরে বিক্ষোভও হয়েছে।
ঘরে বাইরে চাপটা দিন দিন বাড়ছে। আই লিগ থেকে নির্বাসিত হওয়ার পর মোহনবাগান কর্মকর্তাদের পদত্যাগ দাবি উঠছে খোদ ক্লাবের প্রাক্তন কিংবদন্তি ফুটবলারদের মুখ থেকে। মোহনবাগান সচিব অঞ্জন মিত্রদের পদত্যাগ দাবি করে ক্লাবের বাইরে বিক্ষোভও হয়েছে।
অঞ্জন মিত্রের পদত্যাগ করার জল্পনায় জল ঢাললেন ক্লাবের অর্থসচিব দেবাশিস দত্ত। আই লিগ থেকে মোহনবাগানের নির্বাসনের পর থেকেই ময়দানে জল্পনা চলছিল যে, ক্লাবের এই অন্ধকার অধ্যায়ের দায় নিয়ে পদত্যাগ করতে পারেন ক্লাব সচিব। যদিও ক্লাবের শীর্ষকর্তা দেবাশিস দত্ত জানান,অঞ্জন মিত্রের পদত্যাগের কোনও সম্ভাবনাই নেই। দেবাশিস দত্ত পরিষ্কার করে দেন,যদি কোনও সময় তাদের সরতেই হয়,তাহলে চার শীর্ষ কর্তাই একসঙ্গে সরে যাবেন।