ফাইনাল না খেলেই ট্রফির খরা কাটাতে পারে মোহনবাগান
আগামী মাসের শুরুতে না খেলেই ট্রফি খরা কাটাতে পারে মোহনবাগান। এয়ারলাইন্স কাপের ফাইনাল না খেলেই চ্যাম্পিয়ন হয়ে যেতে পারেন টোলগে-ওডাফারা। এয়ারলাইন্স কাপের ফাইনালে খেলার কথা মোহনবাগান আর মহমেডানের।কিন্তু বিভিন্ন কারণে সেই ফাইনাল ম্যাচ এখনও আয়োজন করে উঠতে পারেননি উদ্যোক্তারা।
আগামী মাসের শুরুতে না খেলেই ট্রফি খরা কাটাতে পারে মোহনবাগান। এয়ারলাইন্স কাপের ফাইনাল না খেলেই চ্যাম্পিয়ন হয়ে যেতে পারেন টোলগে-ওডাফারা। এয়ারলাইন্স কাপের ফাইনালে খেলার কথা মোহনবাগান আর মহমেডানের।কিন্তু বিভিন্ন কারণে সেই ফাইনাল ম্যাচ এখনও আয়োজন করে উঠতে পারেননি উদ্যোক্তারা।
উদ্যোক্তাদের গড়িমসিতে ক্ষুব্ধ মহমেডান কর্তারা এয়ারলাইন্স কাপ ফাইনাল না খেলার সিদ্ধান্ত নিয়েছেন। এই মর্মে একটি চিঠিও পাঠিয়েছে মহমেডান। পরিবর্তিত পরিস্থিতিতে নভেম্বরের শুরুতে বৈঠকে বসবেন এয়ারলাইন্স কাপের আয়োজকরা ।যা পরিস্থিতি তাতে সম্ভবত মোহনবাগানকেই চ্যাম্পিয়ন ঘোষণা করা হতে পারে ।