ফেড কাপের প্রথম ম্যাচে আটকে গেল মোহনবাগান
ফেডারেশন কাপের প্রথম ম্যাচে আটকে গেল মোহনবাগান। গোয়ার তিলক ময়দানে মোহনবাগান - বেঙ্গালুরু এফসি ম্যাচ শেষ গোলশূন্যভাবে। সঞ্জয় সেন জমানার প্রথম ম্যাচে অবশ্য খুব একটা খারাপ খেলেনি সবুজ-মেরুন। বোয়া,সোনিরা সুযোগগুলো কাজে লাগাতে পারলে আই লিগ চ্যাম্পিয়নদের হারাতেই পারত সঞ্জয় ব্রিগেড। ম্যাচের ৭৪ মিনিটে সোনি নর্ডির শট পোস্টে লেগে ফিরে আসে। তার আগে অবশ্য রবিন সিংয়ের শট পোস্টে লাগে। ম্যাচের শেষ দিকে নিশ্চিত গোল বাঁচিয়ে বাগানের এক পয়েন্ট নিশ্চিত করেন শিল্টন পাল।
ওয়েব ডেস্ক: ফেডারেশন কাপের প্রথম ম্যাচে আটকে গেল মোহনবাগান। গোয়ার তিলক ময়দানে মোহনবাগান - বেঙ্গালুরু এফসি ম্যাচ শেষ গোলশূন্যভাবে। সঞ্জয় সেন জমানার প্রথম ম্যাচে অবশ্য খুব একটা খারাপ খেলেনি সবুজ-মেরুন। বোয়া,সোনিরা সুযোগগুলো কাজে লাগাতে পারলে আই লিগ চ্যাম্পিয়নদের হারাতেই পারত সঞ্জয় ব্রিগেড। ম্যাচের ৭৪ মিনিটে সোনি নর্ডির শট পোস্টে লেগে ফিরে আসে। তার আগে অবশ্য রবিন সিংয়ের শট পোস্টে লাগে। ম্যাচের শেষ দিকে নিশ্চিত গোল বাঁচিয়ে বাগানের এক পয়েন্ট নিশ্চিত করেন শিল্টন পাল।
গ্রুপ লিগের প্রথম ম্যাচে আটকে গিয়ে ফেডের শুরুতে চাপে মোহনবাগান। অন্যদিকে, দুম্যাচে চার পয়েন্টে সেমিফাইনালে পৌঁছে গেলেন সুনীল ছেত্রীরা।
এদিকে, ফেডের দ্বিতীয় ম্যাচে নামার আগে চোট সমস্যা কিছুটা মিটল ইস্টবেঙ্গল শিবিরে। প্রথম ম্যাচে খেলতে না পারলেও বুধবারের ম্যাচের আগে অনেকটা ফিট লালহলুদ অধিনায়ক খাবরা। মঙ্গলবার সকালে অনুশীলনও করেন দলের এই নির্ভরযোগ্য ফুটবলার। ডেম্পো ম্যাচে চোট পেলেও ওয়াইংডোর বিরুদ্ধে খেলতে সমস্যা হবে না অর্ণব, ডিকাদের। প্রথম ম্যাচে হারের জন্য ফের ফুটবলারদের ক্লান্তিকে দায়ী করলেন কোলাসো। গ্রুপ লিগের দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়ানোর কথা বললেও আইএসএলে টানা খেলে আসা ফুটবলাররা ফেডে কতটা প্রস্তুত তা নিয়ে সন্ধেহ রয়েছে কোলাসোর মনেই।