ডার্বি কাণ্ড নিয়ে শুনানি সাত দিন পিছিয়ে দেওয়ার আবেদন মোহনবাগানের

বৃহস্পতিবার বিচারপতি অশোককুমার গাঙ্গুলির সঙ্গে দেখা করতে যান মোহনবাগানের সচিব অঞ্জন মিত্র এবং অর্থসচিব দেবাশিস দত্ত। সেখানে উপস্থিত ছিলেন ফেডারেশনের আইনজীবী উষানাথ ব্যানার্জিও। ডার্বি কাণ্ড নিয়ে শুনানি সাত দিন পিছিয়ে দেওয়ার জন্য বিচারপতিকে অনুরোধ করেন মোহনবাগান কর্তারা। কিন্তু দ্রুত সমস্যার সমাধান করতে চান বলে রাজি হননি বিচারপতি।

Updated By: Dec 20, 2012, 09:46 PM IST

বৃহস্পতিবার বিচারপতি অশোককুমার গাঙ্গুলির সঙ্গে দেখা করতে যান মোহনবাগানের সচিব অঞ্জন মিত্র এবং অর্থসচিব দেবাশিস দত্ত। সেখানে উপস্থিত ছিলেন ফেডারেশনের আইনজীবী উষানাথ ব্যানার্জিও। ডার্বি কাণ্ড নিয়ে শুনানি সাত দিন পিছিয়ে দেওয়ার জন্য বিচারপতিকে অনুরোধ করেন মোহনবাগান কর্তারা। কিন্তু দ্রুত সমস্যার সমাধান করতে চান বলে রাজি হননি বিচারপতি।
তারপর শুনানির স্থান পরিবর্তনের জন্যও আবেদন জানান সবুজ-মেরুন কর্তারা। বিচারপতি গাঙ্গুলি তাও মানেননি। ফেডারেশনের কাছে মোহনবাগান যে বাড়তি কাগজপত্র চেয়েছিল,তা আগেই বিচারপতি নাকচ করে দিয়েছিলেন। বৃহস্পতিবার মোহনবাগান তা আরও একবার চাইলেও আবার তা খারিজ হয়। তবে ফেডারেশনের পক্ষ থেকে ডার্বি ম্যাচের টিকিটসংক্রান্ত কিছু তথ্য মোহনবাগান কর্তাদের হাতে তুলে দেন উষানাথ ব্যানার্জি।

.