কেরলের পাশে মোহনবাগান

সোমবার নিজেদের মধ্যে বৈঠক করেন শিল্টন-ডিকারা। সেখানে ঠিক হয়েছে লিগের সব ম্যাচের ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারের অর্থ তুলে দেওয়া হবে কেরলের ত্রাণ তহবিলে।

Updated By: Aug 27, 2018, 11:39 PM IST
কেরলের পাশে মোহনবাগান

নিজেস্ব প্রতিবেদন: প্রথমে পথটা দেখিয়ে ছিল লাল হলুদ ব্রিগেডই। এবার সেই পথই অনুসরণ করল সবুজ মেরুনও। বন্যা বিধ্বস্ত কেরলের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিল মোহনবাগান। ভয়াবহ বন্যার পর ঘুরে দাঁড়ানোর লড়াই চলেছে ঈশ্বরের আপন দেশে। সেই লড়াইয়ে কেরলের পাশে দাঁড়াতে চাইছেন বাগান ফুটবলার-রা। সোমবার নিজেদের মধ্যে বৈঠক করেন শিল্টন-ডিকারা। সেখানে ঠিক হয়েছে লিগের সব ম্যাচের ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারের অর্থ তুলে দেওয়া হবে কেরলের ত্রাণ তহবিলে। এছাড়াও ফুটবলাররা নিজেদের সামর্থ্য মতো আর্থিক সাহায্যও করবেন।

জাতীয় রেকর্ড গড়ে জাকার্তায় জ্যাভলিনে সোনা জিতলেন নীরজ চোপড়া

একই সঙ্গে জেনে রাখুন, পরের হোম ম্যাচে মোহনবাগান মাঠে বক্স রাখা থাকবে। সেখানে মোহনবাগান সভ্য-সমর্থকরা নিজেদের সামর্থ্যমত আর্থিক সাহায্য করতে পারবেন। সেই অর্থও পৌঁছে দেওয়া হবে কেরালার ত্রাণ তহবিলে।

মোসাদ্দেকের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা স্ত্রী-র, ডিভোর্সের পর যৌতুকের মামলা কেন? প্রশ্ন সৈকতের

অন্যদিকে, কেরলের বন্যা দুর্গতের পাশে দাঁড়াল মোহনবাগান ফ্যান ক্লাবও। বন্যা বিধ্বস্ত কেরলের মানুষের সাহায্যের জন্য কোন্ননগর রেল স্টশনে সংলগ্ন  এলাকাতে ত্রান সংগ্রহে নামেন ফ্যান ক্লাবের সদস্যরা। সেই  কাজের সহযোগিতার হাত বাড়িয়ে দেন মোহনবাগানের ফুটবলার ব্রিটো এবং মোহনবাগানের প্রাক্তন  ফুটবলার উত্তম মুখার্জি। ফ্যান ক্লাবের সদস্যদের সাথে রাস্তায় ঘুরে ঘুরে ত্রান সংগ্রহ করেন তাঁরা। এখান থেকে সংগ্রহীত অর্থ কেরালার মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে তুলে দেওয়া হবে। 

.