রয়্যাল ওয়াইংডোকে হারিয়ে ফের লিগ শীর্ষে সবুজ-মেরুন

রয়্যাল ওয়াইংডোকে হারিয়ে ফের আইলিগের শীর্ষে মোহনবাগান। বারাসতে ওয়াইংডোকে দুই-শূন্য গোলে হারিয়ে দিল সঞ্জয় সেনের দল। ম্যাচে মোহবাগানের হয়ে গোল করেন প্রীতম কোটাল এবং সোনি নর্ডি।শীর্ষচ্যুত হওয়ার বাহাত্তর ঘণ্টার মধ্যেই  আই লিগের শীর্ষে ফের মোহনবাগান। বারাসত স্টেডিয়ামে রয়্যাল ওয়াইংন্ডোকে ২-০ গোলে হারিয়ে আই লিগের খেতাবি আশা আরও জোরালো করল সবুজ-মেরুন।

Updated By: May 20, 2015, 10:20 PM IST
রয়্যাল ওয়াইংডোকে হারিয়ে ফের লিগ শীর্ষে সবুজ-মেরুন

ব্যুরো: রয়্যাল ওয়াইংডোকে হারিয়ে ফের আইলিগের শীর্ষে মোহনবাগান। বারাসতে ওয়াইংডোকে দুই-শূন্য গোলে হারিয়ে দিল সঞ্জয় সেনের দল। ম্যাচে মোহবাগানের হয়ে গোল করেন প্রীতম কোটাল এবং সোনি নর্ডি।শীর্ষচ্যুত হওয়ার বাহাত্তর ঘণ্টার মধ্যেই  আই লিগের শীর্ষে ফের মোহনবাগান। বারাসত স্টেডিয়ামে রয়্যাল ওয়াইংন্ডোকে ২-০ গোলে হারিয়ে আই লিগের খেতাবি আশা আরও জোরালো করল সবুজ-মেরুন।

জোড়া হারের পর বুধবারের ম্যাচ মোহনবাগানের কাছে ছিল কার্যত মাস্ট উইন। সেই ম্যাচে জ্বলে উঠলেন সোনি-বলবন্তরা। মার্কি ফুটবলার পিয়েরে বোয়াকে বাইরে রেখেই দল নামিয়েছিলেন সঞ্জয় সেন। জেজে আর বলবন্তকে সামনে রেখে ৪-৪-২ ছকে দলকে খেলান তিনি। খেলার শুরু থেকেই আক্রমনে ঝড় তোলে সবুজ-মেরুন। বিরতির আগেই বিশ্বমানের গোলে মোহনবাগানকে এগিয়ে দেন সাইডব্যাক প্রীতম কোটাল। সোনির অনবদ্য ফ্রিকিক অল্পের জন্য বাইরে না গেলে বিরতির আগেই ব্যবধান বাড়াতে পারত সবুজ-মেরুন।

থমার্ধের একেবারে শেষদিকে এক মিনিটের ব্যবধানে গোলের দুটি সহজ সুযোগ নষ্ট করেন বলবন্ত।  দ্বিতীয়ার্ধে দারুণভাবে ম্যাচে ফেরে সন্তোষ কাশ্যপের দল। পাহাড়ের দলটি একের পর এক সুযোগ তৈরি করে চাপে রেখেছিল বেলো-কিংশুকদের। দুরন্ত কিছু সেভ করেন শিল্টন পাল। ভারত এফ সি ম্যাচে ক্ষমাহীন ভুল করার পর এই ম্যাচে দুরন্ত খেলে যেন শাপমুক্তি ঘটালেন মোহনবাগান অধিনায়ক। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সোনির ফ্রিকিক থেকে করা  দুরন্ত গোল মোহনবাগানের জয় নিশ্চিত করে দেয়। আঠেরো ম্যাচে পঁয়ত্রিশ পয়েন্ট পেয়ে ফের আই লিগের শীর্ষে চলে এল মোহনবাগান। পরিস্থিতি যা তাতে চলতি মাসের শেষ দিন বেঙ্গালুরু এফ সি বনাম মোহনবাগান ম্যাচই হতে চলেছে আই লিগের ফাইনাল।

 

.