ডার্বি হারের ধাক্কা কাটিয়ে জয়ের হাইওয়েতে ইস্টবেঙ্গল
নেরোকা ম্যাচ দিয়ে ভারত সফরে বেড়িয়েছে ইস্টবেঙ্গল। পরপর চারটে অ্যাওয়ে ম্যাচ। সামনে লড়াই খুব কঠিন হবে। বুঝতে পারছেন খালিদও।
নিজস্ব প্রতিবেদন: টানা চার ম্যাচে জয়। লিগ শীর্ষে ওঠা। গোকুলামের বিরুদ্ধে গোল না খাওয়া। বড় ম্যাচে হারের ধাক্কা কাটিয়ে জয়ের হাইওয়েতে ফিরেছে ইস্টবেঙ্গল। ফিরেছে আত্মবিশ্বাসও। তবে খালিদের দলের খেলা মন ভরাতে পারছে না। প্রতিপক্ষ দলগুলো শেষ দুটো ম্যাচে লালহলুদের উইং প্লে বন্ধ করে দিয়েছে। গোলও আসতে তাই সমস্যা হচ্ছে। মাঝমাঠে অসংখ্য মিস পাস। মশালের খেলায় সেই ছন্দটাই নেই। দশজনের গোকুলামকে চল্লিশ মিনিট পেয়েও গোল করতে পারেননি প্লাজা,আমনারা। চার্লসকে নিয়ে হাসাহাসি হচ্ছে। প্লাজা আজ ভাল, তো কাল খারাপ। এত কিছুর মধ্যে স্বস্তি শুধু এটাই যে দল জিতছে। তিন পয়েন্ট আসছে। আমনা অবশ্য স্বীকার করছেন সামনের ম্যাচগুলোতে আরও ভাল খেলতে হবে।
PICTURES: Mohammed Rafique struck the winner as the Red and Gold Army beat Gokulam Kerala 1-0 to climb to the top of the table in the @ILeagueOfficial. #KEB #JoyEastBengal pic.twitter.com/2hYVsEQ1Jy
— KF East Bengal (@eastbengalfc) December 28, 2017
নেরোকা ম্যাচ দিয়ে ভারত সফরে বেড়িয়েছে ইস্টবেঙ্গল। পরপর চারটে অ্যাওয়ে ম্যাচ। সামনে লড়াই খুব কঠিন হবে। বুঝতে পারছেন খালিদও।
A 44th-minute goal scored by Mohammed Rafique was enough to salvage all three points for #KEB to leapfrog Minerva Punjab FC at the table summit. #JoyEastBengal pic.twitter.com/3gWE2cCBnG
— KF East Bengal (@eastbengalfc) December 28, 2017