ভাল আচরণের জন্য শাস্তি মুকুব মহম্মদ আমেরের

জেল থেকে ছাড়া পেলেন স্পট ফিক্সিংয়ে সাজা প্রাপ্ত পাক ক্রিকেটার মহম্মদ আমের। জেলে ভাল আচরণের জন্য তাঁর তিন মাসের শাস্তি মুকুব করে দেওয়া হয়।

Updated By: Feb 2, 2012, 08:41 PM IST

জেল থেকে ছাড়া পেলেন স্পট ফিক্সিংয়ে সাজা প্রাপ্ত পাক ক্রিকেটার মহম্মদ আমের। জেলে ভাল আচরণের জন্য তাঁর তিন মাসের শাস্তি মুকুব করে দেওয়া হয়। স্পট ফিক্সিংয়ে দোষী সাব্যস্ত হওয়ার পর লন্ডনের সাদার্ক কোর্ট তাঁকে ছয় মাসের কারাদন্ড দিয়েছিল। 
জেল থেকে বেরিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তান দলের সাফল্য ছাড়া আর কোন বিষয়ে মন্তব্য করেননি আমের। আগামী দিনে আইনজীবিদের সঙ্গে কথা বলে আইসিসির পাঁচ বছরের নির্বাসনের বিরুদ্ধে `কোর্ট অফ আর্বিট্রেশন`-এ আবেদন করবেন তিনি। এমনটাই জানিয়েছেন তাঁর মেন্টর আসিফ বাজওয়া।

.