দশহাজারের এলিট ক্লাবে Mithali, অভিনন্দন BCCI-র

চ্যাম্পিয়ন ক্রিকেটার মিথালিকে কুর্নিশ। ট্যুইটে উল্লেখ বিসিসিআই এর।

Updated By: Mar 12, 2021, 03:38 PM IST
দশহাজারের এলিট ক্লাবে Mithali, অভিনন্দন BCCI-র

নিজস্ব প্রতিবেদন - বিরল কৃতিত্ব। দশ হাজার রানের এলিট ক্লাবে প্রবেশ করলেন ভারতের মহিলা ক্রিকেট দলের অধিনায়ক । দেশের প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে দশ হাজার আন্তর্জাতিক রান পূর্ণ করলেন মিথালি রাজ (Mithali Raj)। শুক্রবার দক্ষিণ আফ্রিকার সঙ্গে চলা সিরিজের তৃতীয় ম্যাচে এই মাইল স্টোন ছুঁলেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক। ৩৮ বছর বয়সী মিথালি(Mithali Raj), ম্যাচের ২৮ তম ওভারে দক্ষিণ আফ্রিকার বোলার অ্য়ান বশের ডেলিভারিকে মাঠের বাইরে পাঠিয়ে এই এলিট ক্লাবে প্রবেশ করেন। যদিও ঠিক পরের বলেই মিড উইকেটে ক্য়াচ তুলে আউট হন মিথালি(Mithali Raj)।

ক্রিকেট দুনিয়ায় মোট আন্তর্জাতিক রানের নিরিখে এই মুহুর্তে মিথালির (Mithali Raj) আগে রয়েছেন মাত্র একজনই মহিলা ক্রিকেটার। ৩০৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ইংল্যান্ডের শার্লট এডওয়ার্ডের ঝুলিতে রয়েছে ১০,২৭৩ রান। আর ৩১১ ম্যাচে মিথালির সংগ্রহ ১০০০১ রান। একদিনের আন্তর্জাতিকে ২১২টি ম্যাচ খেলে ৭টি শতরান এবং ৫৪টি অর্ধশতরান রয়েছে মিথালির। 

আরও পড়ুন: India Vs England, T20: ওপেনিংয়ে Rohit-Rahul? ইংল্যান্ডের বিরুদ্ধে সম্ভাব্য একাদশ দেখে নিন

দশ হাজার আন্তর্জাতিক রানের মাইলস্টোন স্পর্শ করার পর মিথালিকে অভিনন্দন জানিয়ে টুইট করেছে ভারতীয় বোর্ড। চ্যাম্পিয়ন ক্রিকেটার মিথালিকে কুর্নিশ। ট্যুইটে উল্লেখ বিসিসিআই এর। 

.