লেস্টার সিটি-কে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে ফিরল রেড ডেভিলসরা
চ্যাম্পিয়ন্স লিগে যোগ্যতা অর্জনের জন্য ইপিএলের শেষ ম্যাচে লেস্টারের বিরুদ্ধে এক পয়েন্ট দরকার ছিল পল পোগবাদের।
নিজস্ব প্রতিবেদন: অপেক্ষার অবসান। চ্যাম্পিয়ন্স লিগে ফিরল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ইপিএলের শেষ ম্যাচে লেস্টার সিটিকে২-০ গোলে হারিয়ে ইউরোপের সেরা লিগে খেলা নিশ্চিত করে ফেলল সোলসজায়ারের দল।
FULL-TIME Leicester 0-2 Man Utd
Man Utd finish in third place as Leicester drop to fifth #LEIMUN pic.twitter.com/wlcoRtCkRM
— Premier League (@premierleague) July 26, 2020
চ্যাম্পিয়ন্স লিগে যোগ্যতা অর্জনের জন্য ইপিএলের শেষ ম্যাচে লেস্টারের বিরুদ্ধে এক পয়েন্ট দরকার ছিল পল পোগবাদের। প্রথমার্ধ গোলশূন্য ভাবে শেষ হওয়ায় চাপ বাড়ছিল রেড ডেভিল শিবিরে। ৭১ মিনিটে স্বস্তি ফেরে ম্যান ইউ শিবিরে। পেনাল্টি থেকে গোল করেন ব্রুনো ফার্নান্দেস। খেলার ইনজুরি টাইমে গোল করে ম্যান ইউয়ের জয় নিশ্চিত করেন জেসে লিনগার্ড। ৩৮ ম্যাচে ৬৬ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানে থেকে ইপিএল অভিযান শেষ করল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।
Premier League 2019/20: pic.twitter.com/O37sJ7Pk8H
— Premier League (@premierleague) July 26, 2020
সমসংখ্যক ম্যাচে ৬৬ পয়েন্ট পেয়ে চতুর্থ স্থানে থেকে চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিত করেছে চেলসিও। শেষ ম্যাচে উলভসকে ২-০ গোলে হারাল ব্লুজরা। দুটো গোলই হয় প্রথমার্ধের ইনজুরি টাইমে। চেলসির হয়ে গোল করেন মেসন মাউন্ট আর অলিভার জিরু।
আরও পড়ুন - টানা ন'বার সিরি-এ জিতে নজির গড়ল রোনাল্ডোর জুভেন্টাস