প্লে অফে জায়গা পাকা করার পরও আত্মতুষ্টিতে ভূগতে রাজি নন করণ শর্মা

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ঘরের মাঠে হারিয়ে ফের কলকাতা নাইট রাইডার্সকে টপকে আইপিএলের পয়েন্ট টেবলের শীর্ষে উঠে আসল মুম্বই ইন্ডিয়ান্স। আপাতত, ১০টি ম্যাচ খেলে, তার আটটিতেই জয় পেয়েছে রোহিত শর্মার দল। মুম্বই দুবারই হেরেছে শুধুমাত্র রাইজিং পুনে সুপারজায়ান্টের কাছে। আরসিবি ম্যাচেও দুর্দান্ত খেলে দলকে ম্যাচ জিতিয়েছেন ক্যাপ্টেন রোহিত শর্মা। ম্যাচ শেষে দলের নির্ভরযোগ্য স্পিনার করণ শর্মার গলায় অবশ্য কোনও উচ্ছ্বাস ধরা পড়ল না।

Updated By: May 2, 2017, 12:02 PM IST
প্লে অফে জায়গা পাকা করার পরও আত্মতুষ্টিতে ভূগতে রাজি নন করণ শর্মা

ওয়েব ডেস্ক: রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ঘরের মাঠে হারিয়ে ফের কলকাতা নাইট রাইডার্সকে টপকে আইপিএলের পয়েন্ট টেবলের শীর্ষে উঠে আসল মুম্বই ইন্ডিয়ান্স। আপাতত, ১০টি ম্যাচ খেলে, তার আটটিতেই জয় পেয়েছে রোহিত শর্মার দল। মুম্বই দুবারই হেরেছে শুধুমাত্র রাইজিং পুনে সুপারজায়ান্টের কাছে। আরসিবি ম্যাচেও দুর্দান্ত খেলে দলকে ম্যাচ জিতিয়েছেন ক্যাপ্টেন রোহিত শর্মা। ম্যাচ শেষে দলের নির্ভরযোগ্য স্পিনার করণ শর্মার গলায় অবশ্য কোনও উচ্ছ্বাস ধরা পড়ল না।

আরও পড়ুন অর্জুন পুরস্কারের জন্য ক্রীড়ামন্ত্রকের কাছে পূজারার নাম পাঠাল বিসিসিআই

করণ শর্মা বলেছেন, 'আমরা জিতছি। আমরাই পয়েন্ট টেবলের শীর্ষে। আমাদের প্লে অফে জায়গা পাকা। তা সত্ত্বেও গ্রুপ লিগের শেষ কয়েকটি ম্যাচে কোনও আত্মতুষ্টির জায়গা নেই। প্লে অফে গিয়েও আমাদের এই পারফরম্যান্স বজায় রাখতে হবে।' রয়্যাল চ্যালেঞ্জার্স ম্যাচে খেলেননি হরভজন সিং। এই বিষয়ে করণ শর্মা বলেন, 'হরভজন সিংয়ের বাঁ পায়ের পাতায় একটু সমস্যা রয়েছে, তাই খেলেনি। তবে, গুরুতর কিছু নয়। আশা, পরের ম্যাচেই মাঠে নামবে হরভজন।'

আরও পড়ুন  বীরেন্দ্র সেওয়াগ ও সানি লিওনে কি এবার ক্রিকেট ধারাভাষ্যে জুটি বাঁধতে চলেছেন?

.