বার্সেলোনায় ১৭ বছরের কেরিয়ারে প্রথম লাল কার্ড দেখলেন Messi
বার্সেলোনার ফুটবল কেরিয়ারে ৭৫৪ তম ম্যাচে এসে প্রথম লাল কার্ড দেখলেন লিওনেল মেসি।
নিজস্ব প্রতিবেদন: বার্সেলোনায় ১৭ বছরের কেরিয়ারে যা কখনও হয়নি রবিবার রাতে সেটাই হল। ক্লাব কেরিয়ারে প্রথমবার লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন বার্সার আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসিকে। রবিবার স্প্যানিশ সুপার কাপের ফাইনালে অ্যাথলেটিক বিলবাওয়ের বিরুদ্ধে ম্যাচের শেষ লগ্নে মেজাজ হারিয়ে লাল কার্ড দেখেন এলএমটেন।
Here is the Messi red card from tonight..
@espn pic.twitter.com/ACff7dY3Zy
— Footy Accumulators (@FootyAccums) January 17, 2021
1 - After 753 appearances in all competitions, Lionel Messi has been sent off in a game for Barcelona for the first time. Red.
— OptaJose (@OptaJose) January 17, 2021
স্প্যানিশ সুপার কাপের ফাইনালে নির্ধারিত সময়ে ম্যাচ ছিল ২-২। ম্যাচ গড়ায় একস্ট্রা টাইমে। অতিরিক্ত সময়ের শুরুতেই এগিয়ে যায় অ্যাথলেটিক বিলবাও। একস্ট্রা টাইমের শেষ লগ্নে নজিরবিহীন কাণ্ডটি ঘটে। প্রতিপক্ষের ফুটবলার ভিয়ালারবিয়া শুরুতে ধাক্কা মারেন মেসিকে। এরপর দৌড়াতে গেলে ফের মেসিকে ধাক্কা দেন ভিয়ালারবিয়া। মেজাজ হারান মেসি। এরপরেই ভিএআরের সাহায্য নিয়ে মেসিকে লাল কার্ড দেখান রেফারি।
Messi punch Villalibre. Final of the Spanish Super Cup 2021 red card for Messi. pic.twitter.com/26B6CDzvWM
— Aike 아이케 (@Aike_007) January 17, 2021
বার্সেলোনার ফুটবল কেরিয়ারে ৭৫৪ তম ম্যাচে এসে প্রথম লাল কার্ড দেখলেন লিওনেল মেসি।
আরও পড়ুন- ছক্কা হাঁকিয়ে তাকালেনই না, সুন্দরের No Look শটের ভিডিয়ো ভাইরাল
Athletic Club, super cup winners pic.twitter.com/Z2iZwyxmOu
— The Spanish Football Podcast (@tsf_podcast) January 18, 2021
এদিকে বার্সেলোনাকে ৩-২ গোলে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ জিতে নিল অ্যাথলেটিক বিলবাও। এই নিয়ে তৃতীয়বার এই খেতাব জিতল তারা। ২০১৫ সালের পর আবার বার্সেলোনাকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ জয় অ্যাথলেটিক বিলবাওয়ের।
আরও পড়ুন- ISL 2020-21: এগিয়ে গিয়েও FC Goa-র বিরুদ্ধে আটকে গেল ATK Mohun Bagan