বলিভিয়ার কাছে হেরে যোগ্যতা অর্জনে জোর ধাক্কা মেসিহীন আর্জেন্টিনার

বিশ্বকাপ অভিযানে জোর ধাক্কা খেল মেসিহীন আর্জেন্টিনা। যোগ্যতা অর্জনকারী ম্যাচে বলিভিয়ার কাছে হারতে হল ০-২ গোলে। চিলি ম্যাচে রেফারিকে কটূক্তি করায় গতকালই ৪ ম্যাচের জন্য নির্বাসিত হন লিও মেসি। তার ঠিক সাড়ে ৫ ঘণ্টা পরই খেলতে নামে মেসি-মারাদোনার দেশ।

Updated By: Mar 29, 2017, 10:14 AM IST
বলিভিয়ার কাছে হেরে যোগ্যতা অর্জনে জোর ধাক্কা মেসিহীন আর্জেন্টিনার

ওয়েব ডেস্ক: বিশ্বকাপ অভিযানে জোর ধাক্কা খেল মেসিহীন আর্জেন্টিনা। যোগ্যতা অর্জনকারী ম্যাচে বলিভিয়ার কাছে হারতে হল ০-২ গোলে। চিলি ম্যাচে রেফারিকে কটূক্তি করায় গতকালই ৪ ম্যাচের জন্য নির্বাসিত হন লিও মেসি। তার ঠিক সাড়ে ৫ ঘণ্টা পরই খেলতে নামে মেসি-মারাদোনার দেশ।

এদিনের ম্যাচে আগাগোড়াই নিষ্প্রভ ছিল নীল-সাদা জার্সির দল। গুরুত্বপূর্ণ ম্যাচে হেরে এই মুহূর্তে বেকায়দায় তারা। গ্রুপ তালিকায় পঞ্চম স্থানে নেমে গেলেন মেসিরা। উরুগুয়ে, পেরু, ভেনিজুয়েলা ম্যাচেও মেসিকে পাচ্ছে না দল। এই অবস্থায় আর্জেন্টিনার ঘুরে দাঁড়ানো রীতিমতো চ্যালেঞ্জের বলেই মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা। (আরও পড়ুন- টানা সাতটি টেস্ট সিরিজ জয়, টেস্ট ক্যাপ্টেন হিসেবে সব ভারতীয় অধিনায়ককে টেক্কা বিরাটের )

.