মেসি কি এবার ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে?

করফাঁকি মামলায় জর্জরিত লিওনেল মেসি। আদালতেও হাজিরা দিতে হয়েছে বিশ্বফুটবলের সেরা তারকাকে। স্পেনজুড়ে মিডিয়ার কাঁটাছেড়া চলছে আর্জেন্টিনীয় সুপারস্টারকে নিয়ে। তাই স্পেনে খুব একটা আনন্দে নেই লিও মেসি। আর সেটাকেই কাজে লাগাতে চাইছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। দুহাজার আঠেরো সালে বার্সেলোনার সঙ্গে চুক্তি শেষ হচ্ছে লিও মেসির। সেটাকে কাজে লাগিয়ে মেসিকে ওল্ড ট্র্যাফোর্ডে আনতে মরিয়া ম্যান ইউ। শোনা যাচ্ছে গত তিন সপ্তাহে দুবার মেসির কাছে প্রস্তাব গেছে ইংল্যান্ডের বিখ্যাত ক্লাবের কাছ থেকে। মেসিকে পেতে রেকর্ড ট্রান্সফার ফি দিতে হতে পারে ম্যান ইউকে। যার পরিমান প্রায় গ্যারেথ বেলের সময় রিয়াল মাদ্রিদের দেওয়া ট্রান্সফার ফি-র থেকেও বেশি। বিশ্বফুটবলের সেরা তারকাকে পেতে সবকিছুর জন্য তৈরি ম্যান ইউ। শোনা যাচ্ছে সব বিকল্প খোলা রাখছেন মেসি নিজেও। মেসিকে নিয়ে টানাপোড়েনের মধ্যেই মোরিনহো জমানার প্রথম রিক্রুট হিসাবে ইব্রাহিমোভিচকে নিতে চলেছে ম্যান ইউ। মনে হচ্ছে এক বছরের চুক্তিতে সুইডিশ সুপারস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে যাওয়া শুধু সময়ের অপেক্ষা।

Updated By: Jun 4, 2016, 08:37 PM IST
মেসি কি এবার ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে?

ওয়েব ডেস্ক: করফাঁকি মামলায় জর্জরিত লিওনেল মেসি। আদালতেও হাজিরা দিতে হয়েছে বিশ্বফুটবলের সেরা তারকাকে। স্পেনজুড়ে মিডিয়ার কাঁটাছেড়া চলছে আর্জেন্টিনীয় সুপারস্টারকে নিয়ে। তাই স্পেনে খুব একটা আনন্দে নেই লিও মেসি। আর সেটাকেই কাজে লাগাতে চাইছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। দুহাজার আঠেরো সালে বার্সেলোনার সঙ্গে চুক্তি শেষ হচ্ছে লিও মেসির। সেটাকে কাজে লাগিয়ে মেসিকে ওল্ড ট্র্যাফোর্ডে আনতে মরিয়া ম্যান ইউ। শোনা যাচ্ছে গত তিন সপ্তাহে দুবার মেসির কাছে প্রস্তাব গেছে ইংল্যান্ডের বিখ্যাত ক্লাবের কাছ থেকে। মেসিকে পেতে রেকর্ড ট্রান্সফার ফি দিতে হতে পারে ম্যান ইউকে। যার পরিমান প্রায় গ্যারেথ বেলের সময় রিয়াল মাদ্রিদের দেওয়া ট্রান্সফার ফি-র থেকেও বেশি। বিশ্বফুটবলের সেরা তারকাকে পেতে সবকিছুর জন্য তৈরি ম্যান ইউ। শোনা যাচ্ছে সব বিকল্প খোলা রাখছেন মেসি নিজেও। মেসিকে নিয়ে টানাপোড়েনের মধ্যেই মোরিনহো জমানার প্রথম রিক্রুট হিসাবে ইব্রাহিমোভিচকে নিতে চলেছে ম্যান ইউ। মনে হচ্ছে এক বছরের চুক্তিতে সুইডিশ সুপারস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে যাওয়া শুধু সময়ের অপেক্ষা।

.