মেসির হ্যাটট্রিকে লা লিগার শীর্ষে বার্সেলোনা
এই নিয়ে লা লিগায় এ মরশুমে ১৪টি গোল করে ফেললেন তিনি। একই সঙ্গে লা লিগায় ৩১টি হ্যাটট্রিক করে ফেললেন মেসি।
নিজস্ব প্রতিবেদন : লা লিগায় দুরন্ত ছন্দে লিওনেল মেসি। ফের মেসি ম্যাজিকে উড়ে গেল লেভান্তে। মেসির হ্যাটট্রিকে লেভান্তেকে ৫-০ গোলে উড়িয়ে লা লিগায় শীর্ষস্থানে বার্সা।
আরও পড়ুন - লালডানমাইয়ার জোড়া গোলে ষোলোর ডার্বির রঙ লাল হলুদ
ফের মেসি ম্যাজিক। এবার লা লিগায় অ্যাওয়ে ম্যাচে। বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকা বার্সেলোনা লেভান্তের বিরুদ্ধে প্রথম গোলের দেখা পেল ম্যাচের ৩৫ মিনিটে। মেসির পাস থেকে গোল করেন লুই সুয়ারেজ। বিরতির মিনিট দুয়েক আগে বার্সার হয়ে ব্যবধান দ্বিগুন করেন লিওনেল মেসি। বিরতির পর খেলা শুরু হতেই দু মিনিট পর ফের নিজের দ্বিতীয় গোলটি করেন লিও মেসি। ৬০ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করে ফেলেন এলএমটেন। এই নিয়ে লা লিগায় এ মরশুমে ১৪টি গোল করে ফেললেন তিনি। একই সঙ্গে লা লিগায় ৩১টি হ্যাটট্রিক করে ফেললেন মেসি।
Final del partit!
Llevant 0-5 FC Barcelona
Suárez, Piqué &Messi (x3)
#LevanteBarça pic.twitter.com/jiaq5v4JH6— FC Barcelona (@FCBarcelona_cat) December 16, 2018
৮৮ মিনিটে মেসির পাস থেকে লেভান্তের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন জেরার্ড পিকে। ৫-০ গোলে লেভান্তেকে হারাল বার্সেলোনা। ১৬ ম্যাচের ১০টিতে জিতে ৩৪ পয়েন্ট নিয়ে লা লিগায় এক নম্বর জায়গা ধরে রাখল বার্সা।