মেসির পায়ের জাদুতে পরাজিত মালাগা

বিশ্বফুটবলে মেসি ম্যাজিক চলছেই। মাত্র ২৫ বছর বয়সেই টানা চারবার ব্যালন ডি অর জেতা হয়ে গেছে আর্জেন্টিনীয় সুপারস্টারের। বিশ্বসেরা নির্বাচিত হওযার পর মাঠে নেমে একই মেজাজে বিশ্বফুটবলের সেরা তারকা। লা লিগায় মালাগার বিরুদ্ধে শুধু গোলই করলেন না, গোল করালেনও লিও মেসি।

Updated By: Jan 14, 2013, 01:49 PM IST

বিশ্বফুটবলে মেসি ম্যাজিক চলছেই। মাত্র ২৫ বছর বয়সেই টানা চারবার ব্যালন ডি অর জেতা হয়ে গেছে আর্জেন্টিনীয় সুপারস্টারের। বিশ্বসেরা নির্বাচিত হওযার পর মাঠে নেমে একই মেজাজে বিশ্বফুটবলের সেরা তারকা। লা লিগায় মালাগার বিরুদ্ধে শুধু গোলই করলেন না, গোল করালেনও লিও মেসি।
তিন-এক গোলে সহজ জয় পেল বার্সেলোনা। খেলার ২৭ মিনিটে ডিফেন্সের ভুলের সুযোগ কাজে লাগিয়ে বার্সাকে এগিয়ে দেন মেসি।লা লিগায় টানা নয় ম্যাচে গোল পেলেন তিনি। চলতি লা লিগায় ২৮ গোল করা হয়ে গেল তাঁর। দ্বিতীয়ার্ধে মেসির সাজানো পাস থেকে বার্সার হয়ে ব্যবধান বাড়ান আর্সেনালের প্রাক্তন অধিনায়ক ফ্যাব্রেগাস। থিয়াগোর গোল মালাগার কফিনে শেষ পেরেক পুঁতে দেয়। খেলা শেষ হওয়ার কয়েক মিনিট আগে দুরন্ত ফ্রিকক থেকে গোল করে মালাগার হয়ে ব্যবধান কমান দিয়েগো। এই জয়ের ফলে দ্বিতীয় স্থানে থাকা অ্যাথলেটিকো মাদ্রিদের থেকে এগারো পয়েন্টে এগিয়ে থাকল বার্সেলোনা। আর গতবারের চ্যাম্পিয়ন রিয়ালের সঙ্গে বার্সার পয়েন্টের পার্থক্য ১৮।

.