Tokyo Olympics 2020: প্রি-কোয়ার্টার ফাইনালে বিশ্বের এক নম্বরের কাছে হারলেন Pravin Jadhav

বিশ্বের এক নম্বরের সামনে দাঁড়াতে পারলেন না প্রবীণ!

Updated By: Jul 28, 2021, 02:07 PM IST
Tokyo Olympics 2020: প্রি-কোয়ার্টার ফাইনালে বিশ্বের এক নম্বরের কাছে হারলেন Pravin Jadhav

নিজস্ব প্রতিবেদন: কয়েক মিনিটের ব্যবধানে বদলে গেল ভারতের তরুণ তীরন্দাজ প্রবীণ যাদবের (Pravin Jadhav) ভাগ্য। বুধবার ব্যক্তিগত বাছাই পর্বে (১/৩২) বিশ্বের ২ নম্বর রাশিয়ার গালসান বাজারঝাপোভকে ৬-০ হারিয়ে প্রি-কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন প্রবীণ। কিন্তু কিছুক্ষণ পরেই এই স্কোরলাইনেই হারতে হলো প্রবীণকে। বিশ্বের এক নম্বর আমেরিকার এলিসন ব্র্যাডি এবার ৬-০ হারিয়ে দিলেন প্রবীণকে। তবে প্রবীণের অভিষেক অলিম্পিক্সের এই পারফরম্যান্সের তারিফ করছেন সকলেই।

আরও পড়ুন:প্রয়াত কিংবদন্তি ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় Nandu Natekar

অন্যদিকে এদিন সকালে নশেষটা সুখকর হলো না দেশের অভিজ্ঞ তীরন্দাজ তরুণদীপ রাইয়ের (Tarundeep Rai)। টোকিও অলিম্পিক্সের (Tokyo Olympics 2020) পঞ্চম দিনে দ্বিতীয় রাউন্ডে হেরে যান ৩৭ বছরের সিকিমিজ তীরন্দাজ। ইজরায়েলের ইটে শ্যানির কাছে রুদ্ধশ্বাস শুট-অফে (৬-৫) হারতে হলো তরুণদীপকে। জীবনের শেষ অলিম্পিক্সে এরকমটা প্রত্যাশা করেননি তরুণদীপ।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.