শুধু খেতাব নয়, এবার লড়াই মানি বেল্টকে ঘিরে

Updated By: Aug 25, 2017, 09:48 AM IST
শুধু খেতাব নয়, এবার লড়াই মানি বেল্টকে ঘিরে

ওয়েব ডেস্ক: শুধু খেতাব নয়। এবার লড়াই মানি বেল্টকে ঘিরে। শনিবার বিখ্যাত বক্সার ফ্লয়েড মেওয়েদার এবং ফ্রিস্টাইল বক্সার কোনোর ম্যাকগ্রেগর রিংয়ে নামবেন মানি বেল্ট জিতে নিতে। বিশেষ এই বেল্টটি তৈরি করা হয়েছে ইতালির একটি বিশেষ প্রজাতির ঘড়িয়ালের চামড়া দিয়ে। এরই পাশাপাশি বেল্টের সৌন্দর্য বাড়াতে থাকবে দেড় কেজি সোনা। যার বর্তমান বাজার মূল্য ছেচল্লিশ হাজার পাউন্ড।

আরও পড়ুন হাজতবাসের শাস্তি হল বিশ্বের অন্যতম সেরা সাইট ব্যাক রবার্টো কার্লোসের

তাছাড়াও বেল্টে লাগানো থাকবে তিন হাজার তিনশো ষাটটি হিরে। হিরের পাশাপাশি বেল্টে লাগানো থাকবে ছশোটি নীলা এবং তিনশোটি পান্না। বলা ভাল শনিবারের বাউটের যাবতীয় আকর্ষণ রত্নভূষিত এই বেল্টকে ঘিরে। এই লড়াইকে বলা হচ্ছে বিশ্বের এযাবতকালে বিশ্বের সবচেয়ে বড় লড়াই।

আরও পড়ুন  জার্মানির টেনিস দলের নতুন কোচ হলেন বরিস বেকার

.