জার্মানির টেনিস দলের নতুন কোচ হলেন বরিস বেকার

Updated By: Aug 25, 2017, 09:40 AM IST
জার্মানির টেনিস দলের নতুন কোচ হলেন বরিস বেকার

ওয়েব ডেস্ক: দেউলিয়া জার্মান কিংবদন্তিকে গুরু দায়িত্ব। জার্মানির টেনিস দলের নতুন কোচ হলেন বরিস বেকার। দেশে টেনিসের জৌলুস ফিরিয়ে আনতে এই পদক্ষেপ বলে দাবি জার্মানি টেনিস ফেডারেশনের। এর আগে উনিশো সাতানববই থেকে উনিশো নিরানব্বই সাল পর্যন্ত জার্মানির ডেভিস কাপ দলের কোচ ছিলেন ছটি গ্র্যান্ডস্ল্যামের মালিক বেকার।

আরও পড়ুন হাজতবাসের শাস্তি হল বিশ্বের অন্যতম সেরা সাইট ব্যাক রবার্টো কার্লোসের

অবশ্য ফেডারেশন কর্তাদের সঙ্গে ঝামেলার জেরে পদ ছাড়তে হয়েছিল তাঁকে। দুহাজার তেরো থেকে দুহাজার ষোল সাল পর্যন্ত বেকারের কোচিংয়ে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছিলেন নোভাক জোকোভিচ। সেই কথা মাথায় রেখেই বেকারকে ফের জার্মান দলের কোচ করা হয়েছে।

আরও পড়ুন  রুদ্ধশ্বাস ম্যাচ জিতে চ্যাম্পিয়ন্স লিগের জন্য কোয়ালিফাই করল লিভারপুল

.