IND vs PAK | T20 World Cup 2022: কেন মেগা ফাইনালে ভারতকেই চাইছেন পাকিস্তানের মেন্টর?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলতি টি-২০ বিশ্বকাপ ( T20 World Cup 2022) একেবারে অন্তিম লগ্নে। সুপার টুয়েলভের পালা শেষ করে শুরু হয়েছে খেতাবি লড়াই। বুধবার অর্থাৎ আজ ও বৃহস্পতিবার অর্থাৎ আগামিকাল টি-২০ বিশ্বকাপের জোড়া সেমি-ফাইনাল। এদিন সিডনিতে (Sydney) প্রথম সেমিফাইনালে মুখোমুখি (T20 World Cup 2022 Semifinal 1, NZ vs PAK) হয়েছিল কেন উইলিয়ামসনের (Kane Williamson) নিউজিল্যান্ড (New Zealand) ও বাবর আজমের (Babar Azam) পাকিস্তান (Pakistan)। নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে চলে গিয়েছে পাকিস্তান। অর্থাৎ সেরা চার থেকে এখন পড়ে রইল তিন। আগামিকাল অ্যাডিলেড ওভালে (Adelaide Oval) দ্বিতীয় সেমিফাইনাল (T20 World Cup 2022 Semifinal 2) খেলবে রোহিত শর্মার (Rohit Sharma) ভারত ও জস বাটলারের (Jos Buttler) ইংল্যান্ড (T20 World Cup 2022 Semifinal 2, IND vs ENG)। এই ম্যাচে ইংল্যান্ডকে হারাতে পারলেই ফের ভারত-পাকিস্তান (IND vs PAK) মহারণ। পাকিস্তানের মেন্টর ও অজি মহারথী ম্যাথিউ হেডেন (Matthew Hayden) ও চাইছেন ফাইনালে হোক ইন্দো-পাক মেগাফাইট।

আরও পড়ুন: Kane Williamson | PAK vs NZ: 'পাকিস্তান এই জয়ের দাবিদার'! পরাজিত অধিনায়ক বুকে টেনে নিলেন জয়ীকে

আরও পড়ুন: Babar Azam | Pakistan: মোক্ষম দিনেই জ্বলে উঠলেন তিনি, দেশকে বিশ্বকাপের ফাইনালে তুলে কী বললেন বাবর?

হেডেন এদিন ম্যাচের পর বলেন, 'অসাধারণ জয় পেয়েছি। আজকের রাত অত্যন্ত স্পেশ্যাল। কিছু বিষয় আমাদের কাজে লেগেছে। সবাই বাবর-রিজওয়ানের কথা বলছে, কিন্তু আমাদের বোলিং বিভাগও অবিশ্বাস্য কাজ করেছে। আকাশই হচ্ছে চূড়ান্ত। এই দু'জনই বছরের পর বছর এমন খেলে আসছে। আমি হ্যারিসের কথাও বলতে চাই। ও দারুণ করেছে। ও প্রতিটি জোরে বোলারকে নেটে উড়িয়ে দেয়। বোলারদের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে হয়। আমাদের কাছে শাহিনের মতো বোলার রয়েছে। ও যখন রিভার্স সুইং করায়, তখন ভয়ংকর হয়ে ওঠে। ওকে খেলা খুবই কঠিন। হ্যারিস ১৫০ কিমি বেগে বল করতে পারে। আমি চাইবে ফাইনালে ভারতের মুখোমুখি হতে। দৃশ্যপট হবে অকল্পনীয়।' গত ২৩ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধেই মেলবোর্নে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল ভারত। বিরাট কোহলির ৫৩ বলে অবিশ্বাস্য ৮২ রানের ইনিংসে ভর করে ভারত রুদ্ধশ্বাস ম্যাচে পাকিস্তানকে হারিয়েছিল। সেই মেলবোর্নেই ১৩ নভেম্বর ফাইনাল। ভারত-পাকিস্তান মহারণের আশায় ফ্যানরা।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

English Title: 
Matthew Hayden excited with prospect of India vs Pakistan final
News Source: 
Home Title: 

কেন মেগা ফাইনালে ভারতকেই চাইছেন পাকিস্তানের মেন্টর?

IND vs PAK | T20 World Cup 2022: কেন মেগা ফাইনালে ভারতকেই চাইছেন পাকিস্তানের মেন্টর?
Caption: 
হেডেন চাইছেন ফাইনাল খেলুক ভারত-পাক
Yes
Is Blog?: 
No
Section: