IND vs NZ 2nd T20: ছয় মেরে জয় ছিনিয়ে নিল ভারত, রাহুল-শ্রেয়শের ব্যাটিংয়ে ধরাশায়ী কিউইরা

 টসে জেতা অধিনায়ক বিরাট কোহলির কাছে কি বড়সড় চ্যালেঞ্চ হয়ে দাঁড়াল?  বলেছিলেন হেড। পড়ল টেইল। অকল্যান্ডে ইডেন পার্কে ফের টসে হারতে হল বিরাট কোহলিকে। ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। দু’পক্ষের দলে রদবদল নেই।

Updated By: Jan 26, 2020, 03:36 PM IST
IND vs NZ 2nd T20: ছয় মেরে জয় ছিনিয়ে নিল ভারত, রাহুল-শ্রেয়শের ব্যাটিংয়ে ধরাশায়ী কিউইরা
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন:  

  • নিউ জিল্যান্ড- ১৩২/৫ * (২০/২০ ওভার)
  • ভারত- ১৩৫ /২ (১৭.৩/২০ ওভার)

৭ উইকেটে জয় পেল ভারত। ১৫ বল বাকি থাকতেই প্রয়োজনীয় রান তুলে নিল বিরাট বাহিনী।

************

অর্ধশতরান করলেন কেএল রাহুল। শ্রেয়শ অর্ধশতরানের দোড়গড়ায় এসে হোঁচট খেলেন। সোধির বলে লং অন মারতে গিয়ে সাউদির হাতে ধরা দেন তিনি। তখন তাঁর ব্যাটে ৩৩ বলে ৪৪ রান।

*********************

শুরুতে হোঁচট খেলেও কেএল রাহুল এবং শ্রেয়শ আইয়ার শক্ত হাতে হাল ধরলেন। মাত্র ৬ বলে ৮ রান করে প্যাভিলিয়নে ফিরতে হয় রোহিত শর্মাকে। প্রথম রাউন্ডে অধিনায়ক বিরাট কোহলি নেমেও তেমন কিছু করতে পারলেন না। মাত্র ১১ রানে সাউদির বলে ধরা দেন তিনি। কে এল রাহুল এখনও পর্যন্ত ৪২ রানে লড়ে যাচ্ছেন। যোগ্য সঙ্গ দিচ্ছেন শ্রেয়শ আইয়ার (২৫)।  

******************  

১৩২ রানে শেষ হল নিউ জিল্যান্ডের ইনিংস। যার শুরু ভাল, তার যে শেষ ভাল হবে ক্রিকেটে এমন কোনও প্রবাদ নেই। গাপ্তিল এবং মুনরো পার্টনারশিপ ভালই শুরু করেছিল, কিন্তু শার্দুল এবং জাডেজার অনবদ্য বোলিংয়ে কিউইয়ের ব্যাটিং দুর্গে ভাঙন ধরায়। রবীন্দ্র জাডেজা ৪ ওভার বল করে মাত্র ১৮ রান দিয়েছেন। যার মধ্যে কলিন এবং উইলিয়ামসনের উইকেট তিনি তুলে নেন। রস টেলর ২৪ বলে ১৮ রান করেন। কিন্তু শেষ পর্যন্ত লড়ে গেলেন টিম সেফার্ট। ২ টি ওভার বাউন্ডারি এবং একটি বাউন্ডারির সাজানো ২৬ বলে ৩৩ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন তিনি।  

******************

গাপ্তিল আউট হতেই কিছুটা কোণঠাসা নিউ জিল্যান্ড। ১৩ ওভারের মাথায় আর ৩ উইকেট হারায় কিউইরা। শিবম দুবে কলিন মুনরো উইকেটটি তোলেন। ২৫ বলে ২৬ রান করেন মুনরো। অধিনায়ক উইলিয়ামসনও তেমন কিছু দাগ কটাতে পারেননি। কেন (১৪) এবং গ্রান্ডোমে (৩) পরপর দুটি উইকেট তুলে নিউ জিল্যান্ডের কার্যত মেরুদণ্ড ভেঙে দেন রবীন্দ্র জাদেজা।

*****************

শেষ ৬ ওভারে নিউ জিল্যান্ড ৪৮ রানে এক উইকেট। এম গাপ্তিল শার্দুল ঠাকুরের বলে ওভার বাউন্ডারি মারতে গিয়ে আউট হন। ২০ বলে ৩৩ রান করেন। যার মধ্যে রয়েছে ৪টি বাউন্ডারি এবং ২টি ওভার বাউন্ডারি।  কলিন মুনরো ২০ রানে ক্রিজে রয়েছেন। গাপ্তিলের পর প্রথম রাউন্ডে ব্যাট করতে নেমেছেন কে উইলিয়ামসন

*****************

টসে জেতা অধিনায়ক বিরাট কোহলির কাছে কি বড়সড় চ্যালেঞ্চ হয়ে দাঁড়াল?  বলেছিলেন হেড। পড়ল টেইল। অকল্যান্ডে ইডেন পার্কে ফের টসে হারতে হল বিরাট কোহলিকে। ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। দু’পক্ষের দলে রদবদল নেই।

তবে, টসে হারার আক্ষেপ নেই বিরাট কোহলির কাছে। বিরাট জানান, টসে জিতলেও তিনি ফিল্ডিংই নিতেন। রান তাড়া করে জেতার আনন্দই আলাদা, তা আবভাবে বুঝিয়ে দিলেন কোহলি। গত পাঁচ ম্যাচে মাত্র একটিই হার রয়েছে ভারতের। কিন্তু এই পরপর তিনটি ম্যাচ হারতে হয়েছে নিউ জিল্যান্ডকে। আত্মবিশ্বাসের দিক থেকে অনেকটাই পিছিইয়ে কিউই দল।

এক নজরে ভারতের দল: রোহিত শর্মা, কেএল রাহুল (উইকেট রক্ষক), বিরাট কোহলি, শ্রেয়শ আইয়ার, মণীশ পাণ্ডে, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল, মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ।

নিউ জিল্যান্ড: মার্টিন গাপ্তিল, কলিন মুনরো, কেন উইলিয়ামসন, কলিন দে গ্রান্ডদোমে,রস টেলর, টিম সেইফার্ট, মিচেল স্যান্টার, টিম সাউদি, ইশ সোধী, ব্লেয়ার টিকনের, হ্যামিস বেনেট।  

.