IND vs SL: আজ ইন্দোরে দ্বিতীয় টি-টোয়েন্টি, নজরে বুমরাহ ও ধাওয়ান
ইন্দোরে হয়তো গুয়াহাটি ম্যাচের দলই অপরিবর্তিত রাখতে পারেন কোহলিরা।
নিজস্ব প্রতিবেদন: গুয়াহাটিতে পিচে বৃষ্টির জল ঢুকে যাওয়ায় প্রথম টি-টোয়েন্টি ম্যাচ ভেস্তে গিয়েছে। আজ ইন্দোরে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি ভারত-শ্রীলঙ্কা। চলতি বছরে টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে দু'দলই পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটতে পারে।
Match Day!#TeamIndia will take on Sri Lanka in the 2nd T20I at the Holkar Stadium, Indore.
Live action starts at 7 PM IST.
Your predictions for the game? #INDvSL pic.twitter.com/MQC7aEFn76
— BCCI (@BCCI) January 7, 2020
এদিকে টি-টোয়েন্টি দলে ওপেনিং স্লটে নিজের জায়গা পাকা করতে মরিয়া শিখর ধাওয়ান। শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে বিশ্রামে রয়েছেন আর এক ওপেনার রোহিত শর্মা। আসলে লোকেশ রাহুলের সঙ্গেই ওপেনিং স্লটে লড়াই ধাওয়ানের। তেমনই চোট সারিয়ে দীর্ঘদিন পরে আবার জাতীয় দলে ফিরেছেন পেসার জশপ্রীত বুমরাহ। ধাওয়ান-বুমরাহর দিকে তাই বিশেষ নজর থাকবে টিম ম্যানেজমেন্টের।
ইন্দোরে হয়তো গুয়াহাটি ম্যাচের দলই অপরিবর্তিত রাখতে পারেন কোহলিরা। তিন পেসারের সঙ্গে দুই স্পিনার ওয়াশিংটন সুন্দর আর কুলদীপ যাদবকেই রাখার ভাবনা টিম ম্যানেজম্যান্টের।
আরও পড়ুন - ৯:৩০-এ শেষ পিচ পরিদর্শনের আগেই ক্রিকেটাররা স্টেডিয়াম ছেড়ে চলে যান, বিস্ফোরক দাবি দেবজিত্ সাইকিয়ার